বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
১। মাইটোসিস
বিভাজনের সবচেয়ে
স্বল্পস্থায়ী ধাপ কোনটি?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
২। কোন ধাপে নিউক্লিয়ার
পর্দা ও
নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিল্পুপ্ত হয়?
ক. টেলোফেজ খ. অ্যানাফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
৩। কোন ধাপে স্পিন্ডল
যন্ত্রের সৃষ্টি
হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
৪। কোন দশাতে মাকু
আকৃতির তন্তুর
আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
৫। ক্রোমোজোমগুলোকে
সবচেয়ে খাটো
ও মোটা
দেখায় কোন
দশাতে?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
৬। কোন ধাপে ক্রোমোজোমগুলো
স্পিন্ডল যন্ত্রের
বিষুবীয় অঞ্চলে
সেন্ট্রোমিয়ারের দিয়ে আটকে থাকে?
ক. প্রোফেজ খ. প্রোফেজ
গ. অ্যানফেজ ঘ. টেলোফেজ
৭। কোন ধাপে অপত্য
কোমোজোমের সৃষ্টি হয়?
ক. মেটাফেজ খ. অ্যানফেজ
গ. প্রোফেজ ঘ. টেলোফেজ
৮। কোন ধাপে অপত্য
ক্রোমোজোম বিপরীত মেরুতে আসে?
ক. এনাফেজ খ. প্রো- মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. টেলোফেজ
৯। প্রো-মেটাফেজ দশাতে—
i. নিউক্লিওলাস বিলুপ্ত হয়
ii. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়
iii. ক্রোমোটিড গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.
i ও iii
গ. ii ও iii ঘ. i,
ii, iii
নিচের চিত্রটি লক্ষ করো
এবং ১০
ও ১১
নম্বর প্রশ্নের
উত্তর দাও।
১০। চিত্রটি মাইটোসিসের কোন ধাপের?
ক. অ্যানাফেজ খ. টেলোফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
১১। ক চিহ্নিত অংশটি মাইটোসিসের
কোন ধাপে
সৃষ্টি হয়?
ক. মেটাফেজ খ. প্রো-মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১২। মাইটোসিসের কো ধাপে প্রাণিকোষে
সেন্ট্রিওল সৃষ্টি হয়?
ক. মেটাফেজ খ. প্রো-মেটাফেজ গ. অ্যানাফেজ ঘ.
টেলোফেজ
১৩। কো ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
ক. টেলোফোজ
খ. অ্যানাফোজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
১৪। প্রকৃতপক্ষে সাইটোকাইনেসিস
শুরু হয়
কোন ধাপে?
ক. টেলোফোজ খ.
অ্যানাফেজ
গ. প্রো-মেটাফেজ
ঘ. মেটাফেজ
১৫। প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায়
টিকে থাকে
কোন বিভাজনের
জন্য?
ক. মাইটোসিস
খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস
ঘ. অস্বাভাবিক
১৬। মিয়োসিস বিভাজনে একটি কোষ
থেকে কয়টি
কোষ সৃষ্টি
হয়?
ক. ১ খ. ২ গ.
৩ ঘ.
৪
১৭। বৃদ্ধি ও অযৌন জননের
জন্য কোন
বিভাজন অপরিহার্য?
ক. মাইটোসিস খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস ঘ. অস্বাভাবিক
১৮। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত
অবস্থাকে কী
বলে?
ক. হ্যাপ্লয়েড
খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড
ঘ. টেট্রাপ্লয়েড
১৯। জাইগোটের ক্রোমোসোম সংখ্যার অবস্থা
কিরূপ?
ক. টেট্রাপ্লয়েড খ. ট্রিপ্লয়েড
গ. হ্যাপ্লয়েড ঘ. ডিপ্লয়েড
২০। জাইগোট হলো—
i. ডিম্বাণু উদ্ভিদের পরাগধানী ও
ডিম্বকের মধ্যে
ii. দুটি হ্যাপ্লয়েড কোষের মিলিত
ও ডিম্বাশয়ের
মধ্যে
iii. উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক
টিস্যু কোষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i
ও iii
গ. ii ও iii ঘ. i,
ii, iii
২১। মিয়োসিস বিভাজন ঘটে—
র. সপুষ্পক উদ্ভিদের পরাগধানী
ও ডিম্বকের
মধ্যে
রর. উন্নত প্রাণীদেহের শুক্রাশয়
ও ডিম্বাশয়ের
মধ্যে
ররর. উদ্ভিদের বর্ধনশীল অংশের
ভাজক টিস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ.
i ও iii
গ. ii ও iii ঘ. i,
ii, iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০.
ক ১১.
ক ১২.
খ ১৩.
ক ১৪.
ক ১৫.
খ ১৬.
ঘ ১৭.
ক ১৮.
খ ১৯.
ঘ ২০.
গ ২১.
ক
No comments:
Post a Comment