Sunday, March 13, 2016

Class Eight: Objective, J.S.C Preparation.



বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম শ্রেণি : চারু কারুকলা

Online Classes


   বাংলাদেশের প্রাচীন শিল্পকর্মের মধ্যে শিল্পনৈপুণ্য কারুকাজে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি?
     . পাথরের ফলকচিত্র      
. পোড়ামাটির ভগ্নপাত্র     
. মুদ্রা অলংকার      
. কষ্টিপাথরের মূর্তি


   সতেরো রত্ন মন্দির কোথায় অবস্থিত?     
. ময়মনসিংহে     
. কুমিল্লায়     
. রাজশাহীতে     
. বগুড়ায়

   কত সালের কত তারিখে বিপ্লবী চিত্রের মিছিল হয়েছিল?     
. ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি        
 . ১৯৭০ সালের ১২ ফেব্রুয়ারি     
. ১৯৭১ সালের ১৭ মার্চ       
. ১৯৭০ সালের ১৭ মার্চ

   ১৯৫২ সালে কোন দুজন শিল্পী ড্রইং ছাপচিত্রে ভাষা আন্দোলনের ছবি এঁকেছিলেন?     
. বিজন চৌধুরী মর্তুজা বশীর        
. কামরুল হাসান জয়নুল আবেদিন     
. কাইয়ুম চৌধুরী হাশেম খান        
. রফিকুন নবী আনোয়ার হোসেন

   বাংলাদেশ সরকার শিল্পী কামরুল হাসানকে কোন পদকে ভূষিত করেন?     
. বাংলা একাডেমি পদক       
 . স্বাধীনতা পদক     
. একুশে পদক         
. শ্রেষ্ঠ চারুশিল্পী পদক

   নিচের কোনগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা শিল্পকর্ম     
. শিবমতী, কৈকেয়ী      
. পদ্মহাতে রাজকুমারী, বৌদ্ধ সুজাতা     
. তিনকন্যা, উঁকি     
. মনপুরা-৭০, সংগ্রাম

   শিশুস্বর্গপ্রতিষ্ঠা করেন     
. কামরুল হাসান        
. শিল্পাচার্য জয়নুল আবেদিন     
. এস এম সুলতান       
. মর্তুজা বশীর

   নিচের কোনগুলো লোকশিল্পের উদাহরণ     
. শখের হাঁড়ি, মাটির হাঁড়ি      
. প্লাস্টিকের পুতুল, প্লাস্টিকের খেলনা    
. বেতের আসবাপত্র, পাটের তৈরি টেবিলম্যাট     
. আলপনা, বাঁশের তৈরি ঝুড়ি, মাথাল

   প্রাথমিক পর্যায়ে পুতুল তৈরির জন্য সবচেয়ে উপযোগী কাঠ হলো     
. শাল, গজারি         
. শিল, কড়ই     
. গর্জন, লোহাকাঠ      
. শিমুল, কদম

১০ পাবলো পিকাসো মারা যান     
. ১৯৭৫ সালের ১০ এপ্রিল      
. ১৯৭৩ সালের এপ্রিল     
. ১৯৭২ সালের ১২ এপ্রিল      
. ১৯৭০ সালের এপ্রিল

১২ অবিভক্ত পাকিস্তানে কত ভাগ মানুষ বাংলায় কথা বলত?     
. ৯০ ভাগ      
. ৭০ ভাগ     
. ৬৫ ভাগ      
. ৫৫ ভাগ

১৩ ছবি আঁকার জন্য উপযোগী পেনসিল কোনগুলো?     
. H, HB       
. B, HB     
. H1, H2       
. 2B, 3B

১৪ প্লাস্টিক রঙের সঙ্গে কী মিশিয়ে ছবি আঁকতে হয়?     
. পানি         
. তিসি তেল তারপিন     
. আঠা     
. কোনো কিছু মেশাতে হয় না

১৫  কত সালে শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ জন্মগ্রহণ করেন?     
. ১৮৫২ সালে    
. ১৮৫৩ সালে     
. ১৮৫৪ সালে    
. ১৮৫৫ সালে    

উত্তরগুলো মিলিয়ে নাও . . . . .   . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫.

No comments:

Post a Comment