Monday, March 21, 2016

Class Eight: Short Question.


অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি



Online Classes

পাঠ প্রস্তুতি

সংক্ষিপ্ত প্রশ্ন :

১। নেটওয়ার্ক টপোলজি কী? সংক্ষেপে কয়েক ধরনের টপোলজির সম্পর্কে লেখো।

উত্তর : কম্পিউটার নেটওয়ার্কে অনেক কম্পিউটারকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটার জুড়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। আর এ পদ্ধতিগুলোকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি।


নিচে কয়েক ধরনের টপোলজি সম্পর্কে সংক্ষেপে লেখা হলো।

বাস টপোলজি : এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটার জুড়ে দেওয়া হয়।

বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য সব কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে চায়, তবে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়।

রিং টপোলজি : রিং টপোলজি হচ্ছে গোলাকার বৃত্তের মতো।

এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে।

রিং টপোলজিতে সব সময়ই কম্পিউটারগুলোর মধ্যে বৃত্তাকার যোগাযোগ থাকে।

ট্রি টপোলজি : ট্রি টপোলজি গাছের মতো। গাছে যেমন কাণ্ড থেকে ডাল, একটি ডাল থেকে আরেকটি ডাল এবং তা থেকে আরেকটি ডাল বের হয়, ট্রি টপোলজিও সে রকম।

ট্রি টপোলজিতে অনেক স্টার টপোলজি একত্র করা হয়।

মেশ টপোলজি : এই টপোলজিতে সরাসরি একাধিক কম্পিউটার একাধিক পথে যুক্ত থাকে।

এই টপোলজিতে কম্পিউটারগুলো অন্য কম্পিউটার থেকে তথ্য নেওয়ার পাশাপাশি ওই নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মধ্যে বিতরণও করতে পারে।

স্টার টপোলজি : কোনো নেটওয়ার্কের সব কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে, তাকেই বলে স্টার টপোলজি।

এটি একটি সহজ টপোলজি। এতে একটি কম্পিউটার নষ্ট হলে বাকি নেটওয়ার্ক সচল থাকে কিন্তু কোনোভাবে কেন্দ্রীয় হাব নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে।



২। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার কী? এদের মধ্যে কোনটি বেশি কার্যকরআলোচনা করো।

উত্তর : স্যাটেলাইটস্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘোরে। এর মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে তা পাঠিয়ে দিতে পারে। এই পদ্ধতির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়।

অপটিক্যাল ফাইবার : অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। এর মাধ্যমে বৈদ্যুতিক তারে সিগন্যাল পাঠানো হয়।

স্যাটেলাইট ওয়্যারলেস সিগন্যাল পাঠাতে অপটিক্যাল ফাইবার সিগন্যালটিকে আলোতে রূপান্তরিত করে।

অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয়, সেটি ইনফ্রায়েড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়।

অপটিক্যাল ফাইবারের কার্যকারিতা বেশি।

যেহেতু স্যাটেলাইট পৃথিবী থেকে অনেক উঁচুতে, তাই সেখানে সিগন্যাল পাঠানো এবং তা গ্রহণ কিছুটা সময়সাপেক্ষ। পক্ষান্তরে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অতিদ্রুত সিগন্যাল আদান-প্রদান করা যায়।

অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে অপটিক্যাল ফাইবারে সিগন্যাল অনেক তাড়াতাড়ি পাঠাতে পারে।



বহু নির্বাচনী প্রশ্ন :

১।   ই-মেইলের সুবিধা হলো

     i. সময়ের অপচয় কম হওয়া

     ii. কম খরচে সেবা পাওয়া

     iii. কম সময়ে সেবা পাওয়া       

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i, ii iii

     গ. ii iii  ঘ. i iii

২।   অনলাইনে কোথায় আবেদন করলে জমিসংক্রান্ত বিভিন্ন দলিলের অনুলিপি সংগ্রহ করা যায়?

     ক. ই-মেইলে  খ. ই-কমার্স

     গ. ই-পর্চা   ঘ. ই-পুর্জি

৩।   আউটসোর্সিংয়ের জন্য থাকতে হয়

     i. কাজের দক্ষতা

     ii. ভাষার দক্ষতা

     iii. পরিশ্রম করার ক্ষমতা        

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii 

     খ. i, ii iii

     গ. ii iii

     ঘ. i iii

৪।   তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে

     i. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে

     iii. বিপজ্জনক কাজগুলো রোবট দিয়ে করানো যায়

     iii. অনেক কাজ ঘরে বসেই করা যায়  নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii  iii ঘ. i, ii iii

৫।   বর্তমানে বাংলাদেশে কত সংখ্যক মানুষ আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করছে?

     ক. ১০ হাজার খ. ২০ হাজার

     গ. প্রায় ৩০ হাজার 

     ঘ. লক্ষাধিক

৬।   তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীকে কী হতে হয়?

     ক. সাহসী    খ. উদ্যোগী

     গ. দক্ষ     ঘ. সৃজনশীল

৭।   যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি কী?

     ক. একমুখী যোগাযোগ

     খ. দ্বিমুখী যোগাযোগ

     গ. ত্রিমুখী যোগাযোগ

     ঘ. চতুর্মুখী যোগাযোগ



উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. গ ৩. খ ৪. ঘ ৫. গ   ৬. গ ৭. খ

No comments:

Post a Comment