Online Classes
পাঠ প্রস্তুতি
পঞ্চম শ্রেণি : গণিত
ভাগ
বহু নির্বাচনী প্রশ্ন :
১। যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে কী বলে?
ক. ভাজক
খ. ভাগশেষ
গ. ভাগফল
ঘ. ভাজ্য
উত্তর : ভাজ্য
২। ভাজ্য —
ভাগফল = কী?
ক. ভাগশেষ
খ. ভাজক
গ. ভাগফল
ঘ. ভাজ্য
উত্তর : ভাজক
৩। কোন সংখ্যাকে ভাগ করলে যা অবশিষ্ট থাকে তাকে
কী বলে?
ক. ভাগফল
খ. ভাজ্য
গ. ভাগশেষ
ঘ. ভাজক
উত্তর : ভাগশেষ
৪। কোনটি সত্য নয়?
ক. ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল ১ হয়
খ. ভাজক ১ হলে ভাগফল ভাজ্যের সমান হয়
গ. ভাজ্য ০ হলে ভাগফল ০ হয়
ঘ. ভাজক ০ হলে ভাগফল ০ হয়
উত্তর : ভাজক ০ হলে ভাগফল ০ হয়
৫। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক. ভাজক = (ভাজ্য-ভাগশেষ) — ভাগফল
খ. ভাগফল = ভাজ্য — ভাজক
গ. ভাজ্য = (ভাজক–ভাগফল) + ভাগশেষ
ঘ. ভাগফল = (ভাজ্য+ভাগশেষ) — ভাজক
উত্তর : ভাগফল = ভাজ্য — ভাজক
৬। কোন ভাগলফটি সঠিক?
ক. ১২৫ —
২৫ = ৪
খ. ৪৫—৪৫ = ০
গ. ১৩২—১২ = ৯
ঘ. ৩১—১=৩১
উত্তর : ৩১—১ = ৩১
৭। ২৪৬৫ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের
কোনটি?
ক. ৬৫ খ. ৫
গ. ২৪ ঘ. ১০০
উত্তর : ৫
৮। ৮, ৩, ৫, ০, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম
সংখ্যা নিচের কোনটি?
ক. ৭৫৮৩০
খ. ৩০৫৭৮
গ. ৮৭৫৩০
ঘ. ৫০৩৭৮
উত্তর : ৮৭৫৩০
৯। একটি সংখ্যার ১০ গুণ ১২০ হলে সংখ্যাটি কত?
ক. ১০ খ. ১১
গ. ১২ ঘ. ১৩
উত্তর : ১২
১০। ভাগশেষ ৪ এবং ভাজক ভাগশেষের ৩ গুণ হলে, ভাজক কত?
ক. ১০ খ. ১২
গ. ১৪ ঘ. ১৬
উত্তর : ১২
সংক্ষিপ্ত প্রশ্ন :
১। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের
সূত্রটি লেখো।
উত্তর : ভাজ্য =
(ভাজক – ভাগফল) + ভাগশেষ
২। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক কত?
উত্তর : ভাজক = (ভাজ্য-ভাগশেষ) — ভাগফল
৩। ১ দিনে কত ঘণ্টা?
উত্তর : ২৪ ঘণ্টা
৪। ৮১)৮-৫(
ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০ এর
চেয়ে ছোট হবে?
উত্তর : ০
৫। ৫৫)৫-৫(
ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০-এর চেয়ে
ছোট হবে?
উত্তর : ০, ১, ২, ৩, ৪-এর যেকোনো একটি।
৬। ১ কুইন্টাল = কত কেজি?
উত্তর : ১০০ কেজি
৭। ৮, ৬, ৫, ০, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম
সংখ্যা লেখো।
উত্তর : ৫০৬৭৮
- See more at:
http://www.kalerkantho.com/online/education/2016/02/29/330291#sthash.inZaCEwn.dpuf
No comments:
Post a Comment