৭ম শ্রেণির
পড়া: বাংলাদেশ
ও বিশ্বপরিচয়
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
Online Classes
অধ্যায়-৩
১. একুশে বইমেলা কত দিন অনুষ্ঠিত
হয়?
ক. ১৫ দিন খ. ২০ দিন গ. ২৫ দিন ঘ. এক মাস
২. কোন সময়ে নতুন চালের পিঠা-পুলি খাওয়ার
চল ছিল?
ক. শীতকালে
খ. গ্রীষ্মকালে
গ. বসন্তকালে ঘ. হেমন্তকালে
৩. বাংলাদেশের কোনটি মানুষকে
কৃষিকাজে উদ্বুদ্ধ
করেছে?
ক. বেলেমাটি
খ. উর্বর মাটি
গ. বৃষ্টিপাত ঘ. খাদ্যপণ্যের চাহিদা
৪. কোন কৃষিপণ্য বাংলার
মানুষকে কাপড় বুনতে উত্সাহিত
করেছে?
ক. কার্পাস
খ. পাট গ. তুলা ঘ. রেশম
৫. পৃথিবীর
সব ধর্মের
মূল শিক্ষা
কী?
ক. শান্তি
ও সম্প্রীতি খ. যুদ্ধ ও শান্তি
গ. ধর্মভীতি
ও শান্তি
ঘ. সহাবস্থান ও ধর্মনীতি
৬. বাংলার
হাজার বছরের সংস্কৃতির মর্মকথা
কী?
ক. মানুষে
মানুষে ভেদাভেদ
নেই
খ. মানুষে
মানুষে পার্থক্য
আছে
গ. বাঙালি
জটিল-প্রকৃতির
মানুষ
ঘ. বাঙালি
সংগ্রামী জাতি
৭. প্রকৃতির নিষ্ঠুরতা বোঝা যায়—
i. নদীভাঙনে ii. অনাবৃষ্টিতে iii. বন্যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ময়ূরপঙ্খী কিসের নাম?
ক. নৌকা খ. ধান গ. বীজ ঘ. মাছ
৯. বাংলার
সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ। বৈচিত্র্যের সর্বাধিক
প্রকাশ কোনটিতে
দেখা যায়?
ক. গ্রামীণ
জীবনে খ. শহুরে জীবনে
গ. শিশুদের
জীবনে ঘ. নারীদের জীবনে
১০. বাঙালির
প্রধান পেশা ছিল কয়টি?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
১১. মাছ-ভাত ছাড়াও বাঙালির ঝোঁক আছে কোনটিতে?
ক. শাকসবজিতে খ. মাংসে
গ. পানীয়তে
ঘ. মসলায়
১২. বাংলা প্রবাদ অনুযায়ী
বাংলায় বারো মাসে কত পার্বণ?
ক. এগারো খ. বারো গ. তেরো ঘ. চৌদ্দ
১৩. জেলে ও মাঝি-মাল্লারা নদী ও সমুদ্রপথে চলতে গিয়ে কার কথা স্মরণ করেন?
ক. পীর বদর খ. পীর আকবর
গ. পীর আব্দুল কাদির ঘ. পীর ইয়ামেনি
১৪. ‘ও আমার দেশের মাটি, তোমার
’পরে ঠেকাই মাথা’—চরণটির
রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জীবনানন্দ দাশ ঘ. দিজেন্দ্রলাল রায়
১৫. বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকার মূল ভিত্তি কোনটি?
ক. ঋতু পরিবর্তনের চিত্র
খ. কৃষিসমাজের জীবনযাপন
গ. জলবায়ুর
বৈচিত্র্য
ঘ. চাঁদ-তারার হিসাব-নিকাশ।
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৩
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. খ
No comments:
Post a Comment