সপ্তম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১।
কোনটির সাহায্যে অণুজীবকে দেখা যায়?
ক. ক্যামেরা
খ. দূরবীক্ষণ যন্ত্র
গ. নভোবীক্ষণ যন্ত্র
ঘ. অণুবীক্ষণ যন্ত্র
২।
পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবদের মনেরা প্রোটিস্টা ও ছত্রাক স্থাপন করেছেন
কে?
ক. মারগুলিস ও হুইকেটার
খ. রবার্ট হুক
গ. মেন্ডেল
ঘ. অ্যারিস্টটল
৩।
প্রকৃতকোষী জীবের উদাহরণ—
i. শৈবাল, ছত্রাক
ii. ভাইরাস, শৈবাল
iii. ছত্রাক, প্রোটোজোয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. র, ii ও iii
৪।
মারগুলিস ও হুইটেকারের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবকে রাখা হয়েছে যে
রাজ্যে তা হলো—
i. প্লাস্টি ii.
মনেরা
iii. প্রোটিস্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫।
সুগঠিত কেন্দ্রিকা থাকে—
i. শৈবালের কোষে
ii. ব্যাকটেরিয়ার কোষে
iii. ছত্রাকের কোষে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বিজ্ঞান শিক্ষক ক্লাসে একটি অণুজীব সম্পর্কে পড়াচ্ছিলেন, যার কোষের কেন্দ্রিকা সুগঠিত হয়।
৬।
যে অণুজীবের কথা বলা হয়েছে তা কোন রাজ্যের?
ক. অ্যাক্যারিওটা খ.
প্রোক্যারিওটা
গ. ইউক্যারিওটা ঘ.
প্লান্টি
৭।
অণুজীবটি—
i. ভাইরাস
ii. ব্যাকটেরিয়া
iii. আধিকোষী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জয়া বাবার সঙ্গে তার মামার মুরগির খামারে গিয়ে দেখল যে খামারে মুরগির
সংখ্যা অনেক কমে গেছে আর যেগুলো আছে সেগুলোও অসুস্থ। জয়া জিজ্ঞেস করলে তার মামা
বলল—এগুলো এমন একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে
যে, এগুলোকে মেরে মাটিতে পুঁতে রাখতে হবে।
৮।
উদ্দীপকে উল্লিখিত রোগটির নাম কী?
ক. বার্ড ফ্লু খ. সোয়াইন
ফ্লু
গ. রাণীক্ষেত ঘ. কলেরা
৯।
উদ্দীপকে উল্লিখিত রোগে—
i. বিভিন্ন কীটপতঙ্গ আক্রান্ত হয়
ii. বিভিন্ন পশু আক্রান্ত হয়
iii. বিভিন্ন পাখি আক্রান্ত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০।
ভাইরাস শব্দের অর্থ কী?
ক. মধু খ. পোকা
গ. ফল ঘ. বিষ
১১।
ভাইরাসের শ্রেণিবিভাগ করা হয় কিসের ভিত্তিতে?
ক. আকারের খ. গঠনের
গ. কাজের ঘ. অবস্থানের
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ক ৩. খ ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. গ
১০. ঘ ১১. ক
No comments:
Post a Comment