দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। বাক্যের অপরিহার্য পদ কোনটি?
ক. নামপদ
খ. ক্রিয়াপদ
গ. কর্মপদ
ঘ. কর্তৃপদ
২। কোন পুরুষের অনুজ্ঞা হতেই পারে না?
ক. উত্তম পুরুষের খ. মধ্যম পুরুষের
গ. নাম পুরুষের
ঘ. প্রথম পুরুষের
৩। ‘ধাতুর গণ’ নির্ণয়
করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪। ভাববাচক বিশেষ্য—
ক. দর্শন
খ. লবণ
গ. যৌবন
ঘ. সবগুলো
৫। কোনটি নিত্যসম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
ক. অতিভক্তি চোরের লক্ষণ
খ. যথা ধর্ম তথা জয়
গ. ওদিকে আর যাব না
ঘ. এত চেষ্টাতেও হলো না
৬। আক্ষেপ বোঝাতে অতীতের স্থলে কোন কাল ব্যবহূত
হয়?
ক. বর্তমান
খ. ভবিষ্যৎ
গ. ঘটমান বর্তমান ঘ. নিত্যবৃত্ত অতীত
৭। অনুসর্গ কোন পদ?
ক. শব্দ বিভক্তি
খ. উপসর্গ
গ. ক্রিয়া বিভক্তি ঘ. অব্যয়
৮। ‘কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া’—‘হেতু’ অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
ক. ব্যাপার
খ. প্রার্থনা
গ. নিমিত্ত
ঘ. প্রসঙ্গ
৯। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. শূন্য খ. ষষ্ঠী
গ. দ্বিতীয় ঘ. চতুর্থী
১০। ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু
করল? এখানে ‘সূর্য’ কোন ধরনের কর্তা?
ক. অসমান কর্তা খ. এক কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. নিরপেক্ষ কর্তা
১১। ‘সাপেক্ষতা’ অর্থে
অসমাপিকা ক্রিয়া ব্যবহারের
সঠিক উদাহরণ
কোনটি?
ক. আজ গেলেও যা, কাল গেলেও তা
খ. তিনি গেলে কাজ হবে
গ. চারটা বাজলে স্কুল ছুটি হবে
ঘ. বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
১২। ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’—বাঘে-মহিষে কর্তৃকারকের প্রকারভেদে
কোন কর্তার উদাহরণ?
ক. মুখ্য কর্তা
খ. প্রযোজ্য কর্তা
গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা
১৩।
মূর্ধন্য শিস ধ্বনি ‘ষ’-এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়?
ক. ল্ম খ. ষ্ঠ
গ. ষ্ট ঘ. ঞ
১৪।
পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. ননদ
খ. মুরগি
গ. খুকী
ঘ. ভাবি
উত্তরগুলো
মিলিয়ে নাও
১. খ ২.
ক ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০.
ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ
No comments:
Post a Comment