Sunday, March 13, 2016

Class Ten: Bangla 2nd Part, S.S.C Preparation



বহু নির্বাচনী প্রশ্ন
দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র

Online Classes


ভাষা

   নিচের কোনটির সাহায্যে মানুষ সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে?

     . অঙ্গ-প্রত্যঙ্গের ইঙ্গিতের সাহায্যে

     . কণ্ঠধ্বনির সাহায্যে

     . চিত্রাঙ্কনের সাহায্যে

     . ঘোষ অঘোষ ধ্বনির সাহায্যে

   কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

     . পালি   

     . হিন্দি

     . উড়িয়া  

     . বঙ্গকামরূপী

   বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?

     . আসাম       

. পশ্চিমবঙ্গ

     . গুজরাট 

     . উত্তর প্রদেশ

   বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

     . মহাভারত  . চর্যাপদ

     . রামায়ণ   . জঙ্গনামা

   মানুষের কণ্ঠনিঃসৃত বাক্সংকেতের সংগঠনকে কী বলে?

     . ধ্বনি     . শব্দ

     . বাক্য     . ভাষা

   বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে

     . দুই হাজার

     . পাঁচ হাজারের ওপরে

     . সাড়ে তিন হাজারের ওপরে

     . সাড়ে সাত হাজারের ওপরে

   ভাষাভাষীর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?

     . চতুর্থ     . পঞ্চম

     . ষষ্ঠ . সপ্তম

  বাংলা ভাষার রীতি কয়টি?

     . দুটি

     . তিনটি

     . চারটি  

     . পাঁচটি

   ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল?

     . সাধুরীতি

     . আঞ্চলিক কথ্য রীতি

     . সাধু চলিত উভয় রীতি

     . চলিত রীতি

১০ কথাবার্তা, বক্তৃতা নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী?

     . চলিত  

     . সাধু

     . মিশ্র   

     . উপজাতীয়

১১গুরুচণ্ডালী দোষকাকে বলে?

     . সাধু চলিত রীতির মিশ্রণকে

     . চলিত আঞ্চলিক রীতির মিশ্রণকে

     . সাধু আঞ্চলিক রীতির মিশ্রণকে

     . চলিত উপভাষার মিশ্রণকে

১২ সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

     . বিশেষ্য বিশেষণ

     . ক্রিয়া সর্বনাম

     . বিশেষ্য ক্রিয়া

     . বিশেষণ ক্রিয়া

১৩ বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে?

     . প্যারীচাঁদ মিত্র

     . গিরীশচন্দ্র সেন

     . প্রমথ চৌধুরী

     . রবীন্দ্রনাথ ঠাকুর

১৪ নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন?

     . রবীন্দ্রনাথ ঠাকুর

     . কাজী নজরুল ইসলাম

     . প্রমথ চৌধুরী

     . ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১৫ কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়?

     . কথ্য রীতি

     . লেখ্য রীতি

     . সাধু রীতি

     . চলিত রীতি

১৬ পুল পেরিয়ে সামনে একটি বাঁশবাগান পড়ল কোন রীতির বাক্য?

     . চলিত রীতি

     . সাধু রীতি

     . আঞ্চলিক কথ্য রীতি

     . প্রমিত রীতি

১৭ উপভাষার আরেক নাম কী?

     . দেশীয় ভাষা   

     . মূল ভাষা

     . আঞ্চলিক ভাষা

     . বাংলা ভাষা

১৮বন্যশব্দের চলিত রূপ কোনটি?

     . বুন . বুনো

     . বন . বূন



উত্তরগুলো মিলিয়ে নাও

. . . . . . . .

. ১০.   ১১. ১২. ১৩. ১৪. ১৫.

১৬. ১৭. ১৮.

No comments:

Post a Comment