Saturday, March 19, 2016

H.S.C Preparation: Bangla 2nd Part.

এইচএসসি প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র



Online Classes

-মেইল

স্বাধীনতা দিবস উপলক্ষে সেমিনারে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি -মেইলের খসড়া তৈরি করো

To : amzad...@yahoo.com
Cc : ......@gmail.com
Bcc : ......@hotmail.com

Subject  : স্বাধীনতা দিবস উপলক্ষে সেমিনারে যোগদানের জন্য আমন্ত্রণ


Text :

প্রিয় আমজাদ,

আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিওতুমি জেনে খুশি হবে যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়েছেসেমিনারটিতে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেনসেমিনার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবেউক্ত সেমিনারে যোগদানের মাধ্যমে তুমি উপকৃত হবে বলে আমি মনে করিতাই তোমার উপস্থিতি আশা করছি



সফিক

safiq...@hotmail.com
Attachment :: অনুষ্ঠানের সময়সূচি



বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় একজন মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে একটি -মেইল খসড়া তৈরি করো

To : abcd...@gmail.com
Cc : ..........@gmail.com
Bcc : .........@gmail.com
Subject  : বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় আমন্ত্রণ

Text :

হে দেশপ্রেমিক,

আমাদের কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, ২০১৬ তারিখে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছেসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেনমহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে উক্ত সভায় আপনার উপস্থিতি কামনা করছি



babu...@yahoo.com
Attachment : 1. অনুষ্ঠানের সময়সূচি



বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি -মেইল খসড়া তৈরি করো

To : .....@gmail.com
Cc : ........@yahoo.com
Bcc : .......@yahoo.com
Subject  : বিয়ের দাওয়াত



Text :

১৮ মার্চ, ২০১৬

প্রিয় নির্ঝর,

আশা করি ভালো আছআগামী ২৮ মার্চ আমার বড় ভাইয়ের বিবাহ সম্পন্ন হতে যাচ্ছেউক্ত অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিতনির্দিষ্ট দিনের পূর্বেই তুমি চলে আসবে বলে আশা করিকারণ বিয়ে উপলক্ষে আমরা বন্ধুরা মিলে অনেক মজা করব বলে নানা পরিকল্পনা করেছিতোমার সঙ্গে আঙ্কেল-আন্টিকেও অবশ্যই নিয়ে আসবে

রাজা

To : .....@gmail.com
Cc : ......@gmail.com
Bcc : .......@hotmail.com
Subject : প্রতিষ্ঠানের উন্নয়ন শীর্ষক জরুরি সভা প্রসঙ্গে



Text :

জনাব,

আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৫ মার্চ ২০১৬ তারিখ রোজ শুক্রবার সকাল ১০টায় কম্পানির কনফারেন্স রুমেপ্রতিষ্ঠানের উন্নয়ন শীর্ষক এক জরুরি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেযথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে



ধন্যবাদান্তে,

মোহাম্মদ আবুল কালাম আজাদ

ব্যবস্থাপনা পরিচালক

আর কে গ্রুপ



ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের উপস্থিতির আহ্বান জানিয়ে একটি -মেইল তৈরি করো

To : .....@gmail.com
Cc : ... @yahoo.com
Bcc : ........@gmail.com
Subject : ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিতির জন্য আহ্বান

Text :

প্রিয় বন্ধুরা,

তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী জুলাই ২০১৬ তারিখে আমাদের বিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছেউক্ত অনুষ্ঠানে তোমাদের উপস্থিতি একান্ত কামনা করছিবহু দিন পর আবার সবাই মিলে অনেক আনন্দ করবআশা করি তোমাদের সবার সঙ্গেই দেখা হবে



তোমাদের বন্ধু

শফিক

..........—@gmail.com



মনে করো, তোমার বন্ধু এইচএসসি পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি -মেইল প্রস্তুত করো

To : .....@gmail.com
Cc : .......@gmail.com
Bcc : .......@gmail.com
Subject : শুভেচ্ছা নিবেদন



Text :

প্রিয় নিঝুম,

আশা করি ভালো আছএবার এইচএসসি পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস পেয়েছ শুনে আমি অনেক খুশি হয়েছিতুমি তোমার পরিশ্রম আর অধ্যবসায়ের ফলই পেয়েছপরীক্ষায় তোমার সাফল্য জীবনের স্বপ্নসিঁড়ি হয়ে উঠুকতোমার সুস্বাস্থ্য উত্তরোত্তর সাফল্য কামনা করছি



আলেয়া, -মেইল : ....@hotmail.com

No comments:

Post a Comment