বহু নির্বাচনী প্রশ্ন
এইচএসসি
প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র
Online Classes
১। +RNA এর যে অংশ দ্বারা mRNA-এর সঙ্গে সংযুক্ত হয়,
তাকে কী বলে?
ক. কোড খ. কোডন
গ. ট্রিপলেট ঘ. অ্যান্টিকোডন
২। রেপ্লিসোমের প্রধান এনজাইম হলো—
ক. DNA পলিমারেজ
খ. হেলিকেজ
গ. প্রাইমেজ
ঘ. SSBP
উদ্দীপকটি পড়ো এবং ৩-৪ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
অ একটি কোষীয় অঙ্গাণু, যা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে।
৩। উদ্দীপকের অঙ্গাণুটিকে তৈরি করে—
ক. রাইবোসোম
খ. অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম
গ. গলগি বডি
ঘ. পার-অক্সিসোম
৪। উদ্দীপকের অঙ্গাণুটির কাজ—
i. অটোলাইসিস করা
ii. পরিপাকে সাহায্য করা
iii. কোষপ্লেট তৈরি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.
i, ii ও iii
৫। নিউক্লিয়াসের বিভাজনকে বলে—
ক. ইন্টারকাইনেসিস
খ. নিউক্লিওকাইনেসিস
গ. সাইটোকাইনেসিস
ঘ. ক্যারিওকাইনেসিস
৬। মায়োসিসের গুরুত্ব—
ক. গ্যামিটের সংখ্যা বৃদ্ধি
খ. ক্রোমোজোমের
সমতা রক্ষা
গ. পুনরুত্পাদন
ঘ. জনুক্রম
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
কোষ বিভাজনের ই দশায় ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হয়।
৭। উদ্দীপকের দশায় ঘটে না—
ক. ক্রোমোজোমের
আকর্ষণ
খ. সিন্যাপসিস
গ. লুপ্তপ্রায় নিউক্লিয়াস
ঘ. পোলারাইজড বিন্যাস
৮। উদ্দীপকের দশার পরবর্তী দশায় ঘটে—
i. টেট্রাড রর. কায়াজমা
iii. নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.
i, ii ও iii
৯। নিচের কোনটি কিটোজ?
ক. রাইবুলোজ
খ. গ্লিসার্যালডিহাইড
গ. ডি-অক্সিরাইবোজ
ঘ. ম্যানোজ
১০। প-উ গ্লুকোজের পলিমার নিয়ে গঠিত যৌগের ধর্ম—
ক. পুষ্টিগুণ নেই
খ. পাউডার জাতীয় পদার্থ
গ. ফাইবারসদৃশ
ঘ. আয়োডিনে রং দেয় না
১১। নিচের কোন শ্রেণির এনজাইম কার্বন-কার্বন, কার্বন-অক্সিজেন যোজকের ওপর কাজ করে?
ক. লাইগেজ খ. লাইয়েজ
গ. কার্বোক্সিলেজ
ঘ. অক্সিডোরিডাইটেজ
১২। নিচের কোনটি গোলাকার ভাইরাস?
ক. পোলিও
খ. ইনফ্লুয়েঞ্জা
গ. ভ্যাকসিনিয়া
ঘ. অ্যাডিনোভাইরাস
১৩। নিচের কোন কোন রাসায়নিক পদার্থ প্রস্তুতকরণে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
i. ভিনিগার ii. ল্যাকটিক এসিড
iii. অ্যাসিটোন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.
i, ii ও iii
১৪। ম্যালেরিয়ার জীবাণুর জীবন চক্রে ডিপ্লয়েড দশা কোনটি?
ক. পোরোজয়েট খ. মেরোজয়েট
গ. উসিস্ট ঘ. ট্রফোজয়েট
১৫। উচ্চ শ্রেণির ছত্রাকে মাইসেলিয়াম শক্ত রশির মতো গঠন সৃষ্টি করে তাকে কী বলে?
ক. হস্টোরিয়াম খ. রাইজোমর্ফ
গ. রাইজাইন ঘ.
রাইজয়েড
১৬। কোন যৌন জননে স্ত্রী গ্যামেটটি বড় ও নিশ্চল হয়?
ক. অ্যাপোগ্যামি
খ. আইসোগ্যামি
গ. অ্যানাইসোগ্যামি
ঘ. উগ্যামি
নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৭-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
১৭। চিত্রের জীবটি জন্মে—
i. সমুদ্রে
ii. স্বাদু পানিতে
iii. মাটিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.
i, ii ও iii
১৮। উদ্দীপকের অ-তে কী থাকে না?
ক. লিপিড খ. পিগমেন্ট
গ. প্রোটিন ঘ. শর্করা
১৯। টেরিডোফাইটা উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়?
ক. সমপার্শ্বীয়
খ. অরীয়
গ. কেন্দ্রিক ঘ. সংযুক্ত
২০। কোন উদ্ভিদের শুক্রাণু সবচেয়ে বড়?
ক. cycas খ. Pteris
গ. Bryum ঘ. Riccia
২১। ব্রায়োফাইটার পুং জননাঙ্গকে কী বলে?
ক. গোনাড
খ. অ্যান্থেরিডিয়াম
গ. আর্কিগোনিয়াম
ঘ. আর্কিস্পোরিয়াম
২২। ব্যক্তবীজী উদ্ভিদের কোনটি হয় না?
ক. ফুল খ. পাতা
গ. ফল ঘ. কাণ্ড
২৩। চড়ধপবধব গোত্রের পুষ্পবিন্যাস কী রূপ?
ক. স্পাইক খ. স্পাইকলেট
গ. রেসিম ঘ. স্প্যাডিক্স
নিচের
চিত্রটি লক্ষ করো এবং ২৪ ও
২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
২৪। অ চিহ্নিত অংশটির নাম কী?
ক. জাইলেম খ. ফ্লোয়েম
গ. মজ্জা ঘ. ক্যাম্বিয়াম
২৫। উদ্দীপকে চিত্রটি পাওয়া যাবে—
ক. একবীজপত্রী কাণ্ডে
খ. একবীজপত্রী মূলে
গ. দ্বিবীজপত্রী
কাণ্ডে
ঘ. দ্বিবীজপত্রী
মূলে
২৬। সর্বাপেক্ষা দ্রুত শোষিত হয় কোন আয়ন?
ক. K+ খ. So4--
গ. ca++ ঘ. No3-
২৭। সবাত শ্বসনের কোন ধাপে ঙ২ ব্যবহূত হয়?
ক. গ্লাইকোলাইসিস
খ. এসিটাইল ঈঙ-অ সৃষ্টি
গ. ক্রেবস চক্র
ঘ. E.T.S
২৮। টিস্যু কালচারের জন্য ব্যবহূত উদ্ভিদাংশকে কী বলে?
ক. মেরিস্টেম খ.
এক্সপ্ল্যান্ট
গ. ক্যালাস ঘ. মিডিয়াম
২৯। পরস্পর একাধিক খাদ্যশৃঙ্খলের জটিল অবস্থাকে কী বলে?
ক. ফুড ওয়েব খ.
ফুড চেইন
গ. ফুড নেট ঘ. ফুড কমপ্লেক্স
৩০। বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত?
ক. ওরিয়েন্টাল
খ. প্যালিআর্কটিক
গ. নিআর্কটিক ঘ. নিউট্রপিক্যাল
৩১। জবা ফুলের অমরাবিন্যাস কী রূপ?
ক. গাত্রীয় খ. মুক্ত কেন্দ্রিক
গ. অক্ষীয় ঘ. বহু প্রান্তীয়
৩২। বাংলাদেশে প্রথম সরকার অনুমোদিত গে খাদ্য ফসল কোনটি?
ক. B+ টমেটো খ. B+ বেগুন
গ. B+ avb ঘ. B+ Mg
৩৩। কোন উদ্ভিদের মূল অত্যন্ত সুগঠিত ও ব্যাপক শাখা-প্রশাখা যুক্ত?
ক. হ্যালোফাইট খ. থ্যালোফাইট
গ. জেরোইফাইট ঘ. হাইড্রোফাইট
৩৪। অ্যাথলেটদের মাংসপেশীর কোষে কোন এসিড তৈরি হয়?
ক. সাইট্রিক খ. ল্যাকটিক
গ. হাইড্রোক্লোরিক ঘ. ম্যালিক
৩৫। সাইক্লোসিস কী?
ক. কোষস্থ প্রোটোপ্লাজমের চলন
খ. কোষস্থ আয়নগুলোর চলন
গ. কোষস্থ পানির চলন
ঘ. কোষস্থ সাইটোপ্লাজমের চলন
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২.
ক ৩. গ ৪. ক ৫.
ঘ ৬. ঘ ৭. গ ৮.
ঘ ৯. ক ১০. খ ১১.
খ ১২. ক ১৩. ঘ ১৪.
গ ১৫. খ ১৬. ঘ ১৭.
ক ১৮. ক ১৯. গ ২০.
ক ২১. খ ২২. গ ২৩.
খ ২৪. ঘ ২৫.
গ ২৬. ক ২৭. ঘ ২৮.
খ ২৯. ক ৩০. ক ৩১.
গ ৩২. খ ৩৩. গ ৩৪.
খ ৩৫. ক
No comments:
Post a Comment