Online Classes
দশম শ্রেণি : হিসাববিজ্ঞান
বহু নির্বাচনী প্রশ্ন:
১। সঞ্চিতি বা রিজার্ভ কোন ধরনের হিসাব?
ক. সম্পদ হিসাব
খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব
ঘ. মালিকানাস্বত্ব হিসাব
২। ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা, এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে?
ক. অফিস সরঞ্জাম হিসাব
খ. মনিহারি হিসাব
গ. অফিস সাপ্লাইজ হিসাব
ঘ. যন্ত্রপাতি হিসাব
৩। গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোন ব্যয়কে কোন হিসাবের অধীনে লেখা হয়?
ক. বিবিধ হিসাব
খ. ডাক ও তার
গ. সেবা হিসাব
ঘ. উপযোগ হিসাব
৪। বিক্রীত পণ্য ক্রেতা কর্তৃক ফেরত দেওয়া হয়, তখন এটি লিপিবদ্ধ হয়—
ক. নগদান বই
খ. সাধারণ জাবেদায়
গ. খতিয়ান
ঘ. বিক্রয়-ফেরত জাবেদায়
৫। ক্রয় জাবেদায় কলাম সংখ্যা কয়টি?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
নিচের তথ্যের ভিত্তিতে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কেয়া ব্রাদার্স থেকে ৮.৫০ টাকা কেজি দরে ৫০ কুইন্টাল গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় ৫০০ টাকা। এ ক্ষেত্রে কারবারি বাট্টা ৫%।
৬। উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে গমের ক্রয়মূল্যের পরিমাণ কত?
ক. ৪০,৮৫০ টাকা
খ. ৪০,৩৭৫ টাকা
গ. ৪০,৯০০ টাকা
ঘ. ৪০,৮৭৫ টাকা
৭। কারবারি বাট্টার পরিমাণ কত?
ক. ৪,২৫০ টাকা
খ. ২,১০০ টাকা
গ. ২,১২৫ টাকা
ঘ. ২,১৫০ টাকা
৮। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
ক. দুই তরফা দাখিলা
খ. খতিয়ান
গ. জাবেদা
ঘ. উদ্বৃত্তপত্র
৯। হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?
ক. সমতাপ্রাপ্ত
খ. হিসাব
গ. জের টানা
ঘ. উত্তোলন
১০। ব্যবসায়ের মূল খতিয়ান বই কোনটি?
ক. ব্যক্তিবাচক খতিয়ান
খ. অব্যক্তিবাচক খতিয়ান
গ. পাওনাদার খতিয়ান
ঘ. দেনাদার খতিয়ান
১১। ব্যাংকে যিনি হিসাব খোলেন তিনি—
ক. গ্রাহক
খ. আমানতকারী
গ. ব্যাংকার
ঘ. সরবরাহকারী
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. ক
৬. ঘ ৭. গ ৮. খ ৯. গ ১০. ক ১১. খ
No comments:
Post a Comment