Online Classesঅষ্টম শ্রেণি : বিজ্ঞানবহু নির্বাচনী প্রশ্ন
জ্ঞানমূলক প্রশ্ন :
১। কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি
থাকে?
ক. এগারিকাস
খ. ফার্ন
গ. মিউকর
ঘ. সপুষ্পক
২। কন্দজাতীয় রূপান্তরিত কাণ্ড কোনটি?
ক. আদা
খ. আলু
গ. রসুন
ঘ. গাজর
৩। অফসেট-জাতীয় কাণ্ড কোনটি?
ক. শাপলা
খ. পদ্ম
গ. শালুক
ঘ. কচুরিপানা
৪। সরাসরি ডাল থেকে নতুন গাছ
জন্মানোর পদ্ধতিকে কী বলে?
ক. কাটিং
খ. গ্রাফটিং
গ. লেয়ারিং
ঘ. কম্বিং
৫। ফাইলোক্ল্যাড অর্থ কী?
ক. কন্দ খ. পর্ণকাণ্ড
গ. কাণ্ড ঘ. স্টোলন
৬। বুলবুলির উদাহরণ কোনটি?
ক. পেঁয়াজ
খ. রসুন
গ. চুপড়ি আলু
ঘ. ফণীমনসা
৭। কোনটি গুচ্ছফল?
ক. আম
খ. শরিফা
গ. কাঁঠাল
ঘ. আনারস
৮। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. বর্ণহীন
খ. গন্ধহীন
গ. খুব হালকা হয়
ঘ. রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
৯। প্রজনন প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. ছয়
১০। ভ্রূণ কয়টি অংশের সমন্বয়ে গঠিত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১১। ফুলের প্রতিটি অংশকে বলা হয়?
ক. পুষ্পাধার খ. স্তবক
গ. পুষ্পপুট ঘ. পুষ্পাক্ষ
১২। কী নিয়ে স্ত্রীস্তবক গঠিত?
ক. গর্ভপত্র খ. পরাগধানী
গ. পরাগরেণু ঘ. পুষ্পমঞ্জরি
১৩। একই উদ্ভিদের দুটি ফুলে যে
পরাগায়ণ ঘটে তাকে বলে—
ক. পতঙ্গ পরাগায়ণ
খ. পরপরাগায়ণ
গ. স্বপরাগায়ণ
ঘ. পানি পরাগায়ণ
১৪। বৃতির প্রতিটি খণ্ড কী নামে
পরিচিত?
ক. বৃতি অক্ষ
খ. বিযুক্ত বৃতি
গ. বৃতি খণ্ড
ঘ. বৃত্যাংশ
১৫। প্রতিটি গর্ভপত্রের কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১৬। যে জটিল প্রক্রিয়ায় জীব তার
প্রতিরূপ সৃষ্টি করে তাকে কী বলে?
ক. স্পোর উত্পাদন
খ. পরাগায়ণ
গ. প্রজাতি নিয়ন্ত্রণ
ঘ. প্রজনন
১৭। টিউবার-জাতীয় রূপান্তরিত কাণ্ড
কোনটি?
ক. আলু খ. পেঁয়াজ
গ. আদা ঘ. হলুদ
১৮। কোনটি যৌগিক ফল?
ক. আনারস খ. আতা
গ. শরিফা ঘ. আঙুর
১৯। বীজত্বকের ভেতরের অংশকে কী বলে?
ক. টেগমেন
খ. টেস্টা
গ. জার্মপোর
ঘ. হাইপোকোটাইল
২০। পরপরাগায়ণ ঘটে কোনটিতে?
ক. শিমুল
খ. শিম
গ. টমেটো
ঘ. কালশিরা
অনুধাবনমূলক প্রশ্ন
২১। একটি অণুবীজ থলিতে সাধারণত কয়টি
অণুবীজ থাকে?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. অসংখ্য
২২। নিচের কোনটি নিম্ন শ্রেণির উদ্ভিদ?
ক. পেঁয়াজ
খ. স্পাইরোগাইরা
গ. আলু
ঘ. কলা
২৩। নিচের কোনটি টিউবার প্রকৃতির?
ক. আদা
খ. আলু
গ. কচু
ঘ. টোপাপানা
২৪। পতঙ্গপরাগী ফুল কোনগুলো?
ক. সরিষা, অর্কিড
খ, গোলাপ, শিমুল
গ. মাদার, কদম
ঘ. কুমড়া, তাল
২৫। নিচের কোনটি প্রকৃত ফল?
ক. আম খ. আপেল
গ. চালতা ঘ. আতা
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. ঘ ৪. ক ৫. খ ৬. গ
৭. খ ৮. ঘ ৯. ক ১০. গ ১১. খ
১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ
১৭. ক ১৮. ক ১৯. ক ২০. ক ২১.
ঘ ২২. খ ২৩. খ ২৪. ক ২৫. ক
No comments:
Post a Comment