বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম
শ্রেণি : বাংলা প্রথম পত্র
Online Classes
বাঙালির
বাংলা
কাজী নজরুল ইসলাম
১। বাঙালির দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন?
ক. বাঙালি ঐক্যবদ্ধ নয় বলে
খ. কর্মশক্তির অভাবে
গ. দেশপ্রেমের অভাবে
ঘ. সচেতনতার অভাবে
২। অবিদ্যা কাদের বাধা দেয়?
ক. সাত্ত্বিক ভাবাপন্নদের
খ. দিব্যশক্তি সম্পন্নদের
গ. বিশ্ব বিজয়ী ব্রহ্ম শক্তিহীনদের
ঘ. চেতনাহীনদের
৩। ক্লৈব্য কী?
ক. স্থবিরতা খ.
শ্রমবিমুখতা
গ. পৌরুষহীনতা ঘ. চেতনাহীনতা
৪। ‘দেহ ও মন পাষাণময়’ বলতে বোঝানো হয়েছে—
i. বাঙালির দেহ ও মন পাষাণের মতো কঠিন
ii. বাঙালির দেহ ও মন কর্মের ক্ষেত্রে পাষাণের মতো কঠিন
iii. বাঙালি আপন কর্ম সম্পাদনে নির্ভীক এবং একনিষ্ঠ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫। ‘রামাদের-গামাদের’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. লুটেরাদের
খ. বিদেশি দস্যুদের
গ. পরদেশি দস্যু-বাটপার ও লুটেরাদের
ঘ. বাইরে থেকে আগত জাতিকে
৬। ‘সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’—উদ্ধৃত চরণটি ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন চরণটির সঙ্গে সম্পর্কযুক্ত?
র. বাংলার অভাব কোথায়?
ii. বাংলার সুবর্ণরেখার বালিতে-পানিতে স্বর্ণরেণু
iii. আমাদের মাতৃভূমি পৃথিবীর স্বর্গ—নিত্য সর্বৈশ্বর্যময়ী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ.
i, ii ও iii
৭। কাকে বিনাশ করার কথা বলা হয়েছে?
ক. চোর-ডাকাতকে
খ. চোর-বাটপারকে
গ. রাক্ষস-দস্যুকে
ঘ. লুটেরা-রাক্ষসকে
৮। বাঙালি কোনটি বিসর্জন দিয়ে
‘দৈন্যদশা’ অর্জন করেছে?
ক. ঐশ্বর্য
খ. পৌরুষ
গ. মেধাশক্তি
ঘ. আত্মশক্তি
৯। আমাদের পথে-ঘাটে কী ছড়িয়ে আছে?
i. প্রাকৃতিক সম্পদ
ii. ঐশ্বর্য
iii. শত শত নদ-নদী
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. i ও ii
ঘ. ii ও iii
১০। বাংলার শিয়রে প্রহরীর মতো জেগে আছে—
ক. অজগর
খ. বাঘ
গ. নাগ
ঘ. হিমালয়
১১। ‘বাংলার মাটি,
বাংলার জল, বাংলার বায়ু,
বাংলার ফল পুণ্য হউক,
পুণ্য হউক’—এখানে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক. স্বদেশ প্রেম
খ. অসাম্প্রদায়িকতা
গ. প্রকৃতি প্রেম
ঘ. সংগ্রামী মনোভাব
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২.
ক ৩. গ ৪. গ ৫.
ঘ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ ১০.
ঘ ১১. ক
No comments:
Post a Comment