বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম
শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান
Online Classes
গৃহসম্পদের সুষ্ঠু ব্যবহার
১। পরিবারের যৌথ সম্পদগুলো হলো—
ক. বাতি খ. ফ্যান
গ. কলম ঘ. ক ও খ
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও
:
আনিস অষ্টম শ্রেণির ছাত্র। সে সময়তালিকা অনুযায়ী কাজ করে। নিয়মিত পড়া শেখা,
খেলাধুলা করা, টেলিভিশন দেখা তার প্রতিদিনের কাজ। পরীক্ষায় সে ভালো করে।
২। আনিসের সফলতার জন্য কোন বিষয়টি বিশেষভাবে কাজ করে?
ক. বাজেট খ. সময়তালিকা
গ. মনোযোগ ঘ.
মায়ের আগ্রহ
৩। পরীক্ষায় তার ভালো করার কারণ—
ক. প্রতিদিন স্কুলে যাওয়া
খ. খেলাধুলা করা
গ. সময়মতো পড়া শেখা
ঘ. বন্ধুদের সাথে মেশা
৪। সময়তালিকায় থাকতে হবে—
i. কাজের সময়
ii. বিশ্রাম
iii. ঘুম ও অবসর
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii ও
iii
৫। সদস্যদের মাঝে কাজ ভাগ করে দেওয়ার সময় যে বিষয়গুলো বিবেচনায় নিতে হবে—
i. বয়স ii. দক্ষতা
iii. পছন্দ
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii ও
iii
৬। বাজেট করে অর্থ ব্যয় করা হলে—
i. অর্থের অপচয় হয় ii. সচ্ছলতা আসে
iii. সঞ্চয় সম্ভব হয়
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. ii, iii
গ. i, iii ঘ. i, ii ও
iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২.
খ ৩. গ ৪. ঘ ৫.
ঘ ৬. খ
No comments:
Post a Comment