Saturday, March 19, 2016

Class Eight: J.S.C Preparation.


অষ্টম শ্রেণি : বাংলাদেশ বিশ্বপরিচয়


Online Classes


         ১৬৮২ সালে কে ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে বাংলায় আসেন?

          উত্তর : ১৬৮২ সালে বাংলার ইংরেজ কম্পানিগুলোর গভর্নর হিসেবে উইলিয়াম হেজেজ হুগলিতে আসেন


        কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

          উত্তর : ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন

        বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে পুরোটা সময় খবর প্রচার করে গেছেন বিবিসির কোন সাংবাদিক?

          উত্তর : বিবিসির সাংবাদিক মার্ক টালি পুরোটা সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে খবর প্রচার করে গেছেন

        মুসলমান সমাজে কোন সাহিত্যের কদর ছিল?

          উত্তর : মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল

        আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে?

          উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন

        প্রত্নশব্দের অর্থ কী?

          উত্তর : ‘প্রত্নশব্দের অর্থ হলো পুরনো বা প্রাচীন

        ভিক্টোরিয়া পার্কটি কে তৈরি করেন?

          উত্তর : উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নওয়াব আবদুল গণি ভিক্টোরিয়া পার্কটি নির্মাণ করেন

        সামাজিকীকরণের প্রথম প্রধান বাহন কোনটি?

          উত্তর : সামাজিকীকরণের প্রথম প্রধান বাহন পরিবার

        সামাজিকীকরণ কী?

          উত্তর : সমাজের বিভিন্ন নিয়ম-রীতি আয়ত্ত করার প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ

১০      কোন উপাদানটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি?

          উত্তর : ‘সরকাররাষ্ট্রের মূল চালিকাশক্তি

১১      রাষ্ট্র পরিচালনার দলিল কোনটিকে বলা হয়?

          উত্তর : সংবিধানকে রাষ্ট্র পরিচালনার দলিল বলা

হয়

১২      সুনামিশব্দটির অর্থ কী?

          উত্তর : সুনামি জাপানি শব্দ, যার অর্থ হলোসমুদ্রতীরের ঢেউ

১৩      সাঁওতালরা কোন নৃগোষ্ঠীর লোক?

          উত্তর : সাঁওতালরা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক

১৪      বাংলাদেশের গারোদের ভাষার নাম কী?

          উত্তর : বাংলাদেশের গারোদের ভাষাআচিক খুসিক

১৫      ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায়?

          উত্তর : ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত

No comments:

Post a Comment