সপ্তম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। যক্ষ্মা রোগের জীবাণুর নাম কী?
ক. ছত্রাক
খ. ভাইরাস
গ. ব্যাকটেরিয়া ঘ. ইনফ্লুয়েঞ্জা
২। ব্রঙ্কাইটিসের লক্ষণ—
i. কাশি ও শ্বাসকষ্ট হয়
ii. জ্বর হয়
iii. মাথাব্যথা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কোন জীবাণুর আক্রমণে নিউমোনিয়া রোগ হয়?
ক. TMV ভাইরাস
খ. পোলিও ভাইরাস
গ. ব্যাকটেরিয়া
ঘ. ছত্রাক
৪। মানুষের দেহের কোন অংশ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়?
ক. গলবিল খ. অগ্ন্যাশয়
গ. শ্বাসনালি
ঘ. পাকস্থলী
৫। কোন জীবাণু দ্বারা ব্রঙ্কাইটিস রোগটি হয়?
ক. ছত্রাক
খ. ভাইরাস
গ. ব্যাকটেরিয়া ঘ. বার্ড ফ্লু
৬। শ্বাসনালির সংক্রমণকে কী বলে?
ক. অ্যাজমা
খ. যক্ষ্মা
গ. নিউমোনিয়া ঘ. ব্রঙ্কাইটিস
৭। কোনটি ছোঁয়াছে রোগ?
ক. হাঁপানি
খ. যক্ষ্মা
গ. নিউমোনিয়া ঘ. ব্রঙ্কাইটিস
৮। হাঁপানি রোগের কারণ—
i. বিশেষ কোনো খাবার খেলে
ii. ধুলাবালি ফুসফুসে প্রবেশ করলে
iii. ফুলের রেণু ফুসফুসে প্রবেশ করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। যক্ষ্মা রোগের লক্ষণ হলো—
i. কাশির সাথে রক্ত পড়ে রর. বিকেলে অল্প জ্বর হয়
iii. কাশির সাথে সাদা কফ বের হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। যক্ষ্মা রোগ থেকে প্রতিকার পাওয়ার উপায়—
i. রোগীকে পুষ্টিকর খাবার খাওয়ানো
ii. ডাক্তারের পরামর্শ মতো চলা
iii. রোগীকে আলাদা করে রাখা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। নিউমোনিয়া হয়—
i. ভাইরাসের সংক্রমণে
ii. ব্যাকটেরিয়ার সংক্রমণে
iii. ঠাণ্ডা লেগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মনিরের ১০ বছর বয়সে হঠাৎ দেহের ওজন কমতে থাকে, খুসখুসে কাশি হয়, কাশির সাথে রক্ত পড়ে এবং বুক ও পিঠে ব্যথা হওয়ায় ডাক্তার কতগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা বললেন।
১২। মনিরের রোগের নাম কী?
ক. নিউমোনিয়া
খ. ব্রঙ্কাইটিস
গ. হাঁপানি
ঘ. যক্ষ্মা
১৩। উদ্দীপকের রোগ প্রতিরোধ করা যায়—
i. রোগীর কফ, থুথু মাটিতে পুঁতে ফেললে
ii. প্রতিষেধক বিসিজি টিকা নিলে
iii. বেশি করে পানি ও তরল পদার্থ পান
করলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. ঘ ৯. ক ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক
No comments:
Post a Comment