Wednesday, March 9, 2016

Class Eight: Objective, JSC Preparation


২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
বাংলা ১ম পত্র

Online Classes


বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নদীর স্বপ্ন
নদীর স্বপ্নকবিতায় ব্যবহূত শব্দ
i. কলকল ii. ছলছল iii. ঝুপঝুপ
নিচের কোনটি সঠিক?
. i ii . i iii . ii iii . i, ii iii

নদীর স্বপ্নকবিতায় উল্লিখিত নদীগুলো
i. যমুনা, মেঘনা ii. পদ্মা, মেঘনা
iii. শোন
নিচের কোনটি সঠিক?
. i . ii . ii iii . i, ii iii
নদীর স্বপ্নকবিতায় কবি নিপুণতার পরিচয় দিয়েছেন
i. শব্দের গাঁথুনিতে ii. উপমা ব্যবহারে
iii. চিত্রকল্পের ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
. i ii . ii iii . i iii . i, ii iii
নদীর স্বপ্নকবিতায় পালের রং ছিল
i. বেগুনি, বাদামি ii. লাল, হলুদ
iii. সোনালি, রুপালি
নিচের কোনটি সঠিক?
. i ii . i iii . ii iii . i, ii iii
১০নদীর স্বপ্নকবিতার ভাববস্তুতে প্রকাশ পেয়েছে
i. কল্পনাপ্রিয়তা ii. প্রকৃতিপ্রেম iii. দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
. i ii . i iii . ii iii . i, ii iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও
আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে
হূদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে
১১ উদ্দীপকের সঙ্গে ভাবগত মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন চরণের অর্থের?
. পায়ে পড়ি, মাঝি, সাথে নিয়ে চলো
মোরে আর ছোকানুরে
. তোমার সঙ্গে বেড়াবো আমরা
মেঘনা, পদ্মা, শোন
. আমারে চেনো না? আমি যে কানাই
ছোকানু আমার বোন
. ওপরের কোনোটিই নয়
১২ ওই লাইনের মধ্যে যে আবেগ ফুটে উঠেছে তা হলো
i. মনের গভীর স্বপ্ন ii. হূদয়ের উচ্ছ্বাস
iii. বোনের জন্য ভাইয়ের আকুলতা
নিচের কোনটি সঠিক?
. i ii . ii iii . i iii . ii
১৩সূর্য লুকালবলতে বোঝায়
. সূর্য উদিত হলো . সূর্য অস্ত গেল
. সূর্য মেঘের আড়ালে লুকাল . সূর্য রক্তবর্ণ ধারণ করল
১৪নদীর স্বপ্নকবিতায় কার কল্পনা রূপায়িত হয়েছে?
. এক কিশোরের . এক শিশুর
. এক যুবকের . এক বৃদ্ধের
১৫নদীর স্বপ্নকবিতায় কারসাজি শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
. প্রবঞ্চনা . ছলচাতুরী
. চমত্কারিত্ব . চালাকি
১৬নদীর স্বপ্নকবিতায় উল্লিখিত ছেলেটির বৈশিষ্ট্য হিসেবে নিচের কোনটি যথার্থ?
. দুরন্ত কিশোর . শান্ত কিশোর
. বোকা কিশোর . চতুর কিশোর
১৭কিন্তুশব্দটির পরিচয় হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
. সংযোজক অব্যয় . বিয়োজক অব্যয়
. অনুগামী অব্যয় . সংকোচক অব্যয়
১৮নদীর স্বপ্নকবিতার নামকরণ করে কবি যে বিষয়টি আমাদের ইঙ্গিত করেছেন?
. নদীর সৌন্দর্য . স্বপ্ন দেখা
. কল্পনা করা . প্রকৃতির মুগ্ধতা
১৯ নিচের কোন বানানটি সঠিক?
. লক্ষ্মি . লক্ষী . লক্ষ্মী . লক্ষি
২০ বেগুনি, বাদামি, লাল রং দ্বারা কবি যে বিষয়টিকে উল্লেখ করেছেন?
. নদী . নৌকা . পাল . আকাশ
২১রুপালি ইলিশবাংলাদেশের যে দিকটি উন্মোচিত করে?
. ইতিহাস . ঐতিহ্য . গর্ব . প্রকৃতি
২২কারসাজিবলতে বোঝায়
. কূটকৌশল . কারবার
. বোকা . বুদ্ধিমান
২৩নদীর স্বপ্নকবিতার আঙ্গিক রূপায়ণের বিষয়
. শিশুমনের কল্পনাশক্তি . শিশুমনের পাকামি
. বৃদ্ধমনের কল্পনাশক্তি . বৃদ্ধমনের ছেলেমি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
নদীর স্বপ্ন
. . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০. ২১. ২২. ২৩.

No comments:

Post a Comment