Wednesday, March 9, 2016

Class Five: PSC Preparation.



২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি
পঞ্চম শ্রেণি : বাংলা

Online Classes.

 

ফুটবল খেলোয়াড়
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের আজকের আলোচনায় রয়েছে পল্লিকবি জসীমউদ্দীন রচিতফুটবল খেলোয়াড়কবিতা শুরুতে কবিতা থেকে খুঁজে নেওয়া কিছু শব্দের অর্থ জানা যাক


প্রশ্ন: শব্দগুলোর অর্থ লেখো
ক্ষত, পটি, মালিশ, ড্রিবলিং, বজ্র, কোলাহলকল, মহাকলরব
উত্তর:
প্রদত্ত শব্দ -শব্দের অর্থ
ক্ষত -শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান
পটি- কাপড়ের লম্বা টুকরা
মালিশ- যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয়
ড্রিবলিং -এটা ফুটবল খেলার একটা কৌশল ইংরেজি dribble শব্দের অর্থ হলো পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া
বজ্র -ভীষণ শব্দ করে ঝড়ের আকাশে বিদ্যুত্ প্রকাশ পাওয়া
কোলাহলকল -কোলাহল হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল এবংকলবলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ এখানে খেলায় সবাই একসঙ্গে গোল গোল চিত্কার করলে বেশ ভালো শোনায় বলে কোলাহলকল বলা হয়েছে
মহাকলরব -কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসঙ্গে চেঁচামেচি, আওয়াজ; মহাকলরব অর্থ ভীষণ চিত্কার, চেঁচামেচি

প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো
বজ্র, পটি, মালিশের,
ক্ষত, মহাকলরব
) ইমদাদ হকের শরীরে অনেক আঘাতেররয়েছে
) সন্ধ্যাবেলায় পায়ে হাতেবাঁধে সে
) খেলায় জিতে দর্শকেরাফিরে যাচ্ছে
) টেবিলের ওপরশিশিগুলো রাখা আছে
) — পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল

উত্তর:
) ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে
) সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে
) খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে
) টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে
) বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল

প্রশ্ন: প্রভাতবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন?
উত্তর: জাত খেলোয়াড় ইমদাদ হক খেলা এবং খেলায় জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য
আর খেলায় জিততে হলে প্রয়োজন নিয়মিত কঠোর অনুশীলন প্রভাতবেলায় মাঠে অনুশীলনে যাওয়ার কারণে ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে

No comments:

Post a Comment