Tuesday, March 8, 2016

Class Eight: Objective

বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম শ্রেণি : তথ্য যোগাযোগ প্রযুক্তি

Online Classes


   নিচের কোনটি মাধ্যম?

     i. বৈদ্যুতিক তার   

     ii. কো-অপটিক্যাল

     iii. অপটিক্যাল ফাইবার    


     নিচের কোনটি সঠিক?

     . i, ii     . i, iii

     . ii, iii     . i, ii iii

   নতুন বিশ্বের সম্পদ হলো

     . উপাত্ত    . তথ্য

     . মোবাইল  কম্পিউটার

   নেটওয়ার্কে সাধারণত কয়টি কম্পিউটার থাকে?

     . একটি          . দুটি

     . তিনটি          . অনেক

   যেসব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে কী বলে?

     . ক্লায়েন্ট 

     . রিসোর্স

     . নেটওয়ার্ক অ্যাডাপ্টর   

     . মিডিয়া

   ছোট আকারে বাস টপোলজি ব্যবহার করা

     i. খুব সহজ 

     ii. খুব কঠিন

     iii. খুব বিশ্বস্ত

     নিচের কোনটি সঠিক?

     . i, ii   

     . i, iii

     . ii, iii   

     . i, ii iii

   সার্ভারে রাখা ছবি সম্পাদনার সফটওয়্যার সেটকে কী বলে?

     . মেমোরি   . এনআইসি

     . রিসোর্স   মিডিয়া

   যে ক্লায়েন্ট থেকে রিসোর্স ব্যবহার করা হয় তাকে কী বলে?

     . এনআইসিএ . এনআইসি

     . ইউজার   . মেমোরি

   ‘রিং টপোলজিদেখতে কেমন?

     . ডিম্বাকার 

     . গোলাকার

     . ত্রিভুজাকার    

     চতুর্ভুজাকার

   মডেম কিসে ব্যবহার হয়?

     i. তারযুক্ত প্রযুক্তিতে 

     ii. তারবিহীন প্রযুক্তিতে

     iii. ডিজিটাল প্রযুক্তিতে

     নিচের কোনটি সঠিক?

     . i, ii     . i, iii

     . ii, iii     .  i, ii iii

১০  কিসের মাধ্যমে একটি যন্ত্র অন্য যন্ত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে?

     . সুইচ     . হাব

     . রাউটার   . মডেম

১১  মডেম কত প্রকার?

     . দুই প্রকার      . তিন প্রকার

     . চার প্রকার . পাঁচ প্রকার

১২  বাস টপোলজিতে সবচেয়ে কম লাগে

     . তথ্য        

     . কেবল

     . ডাটা        

     . ব্যাকবোন

১৩  নিচের কোন টপোলজিটি সহজ?

     . বাস           . রিং

     . স্টার          . মেশ

১৪  বাস টপোলজি সব কম্পিউটারকে জুড়ে দেয়

     i. একটি মূল লাইনের সঙ্গে  

     ii. একটি মূল ব্যাকবোনের সঙ্গে

     iii. একটি মূল হাবের সঙ্গে

     নিচের কোনটি সঠিক?

     . i, ii   

     . i, ii iii

     . ii, iii     . i, iii

১৫  শাখা-প্রশাখার মাধ্যমে কোন নেটওয়ার্ক সম্প্রসারণ করা সহজ?

     . স্টার টপোলজি  

     . মেশ টপোলজি

     . রিং টপোলজি   

     . ট্রি টপোলজি



উত্তরগুলো মিলিয়ে নাও


. . . . . . . . . ১০. ১১.   ১২. ১৩. ১৪. ১৫.

No comments:

Post a Comment