Tuesday, March 8, 2016

Class Ten: Finance & Banking.

বহু নির্বাচনী প্রশ্ন
দশম শ্রেণি : ফিন্যান্স ব্যাংকিং

Online Classes

অর্থায়নের উৎস

   নিচের কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি?

     . ঋণপত্র   . লিজিং

     . শেয়ার বিক্রয়     . ব্যাংক ঋণ


   নিচের কোনটি অন্যগুলো থেকে পৃথক?

     . স্বল্পমেয়াদি ঋণ

     . সঞ্চিতি তহবিল

     . দীর্ঘমেয়াদি ঋণ

     . জমাতিরিক্ত উত্তোলন

   পণ্য-ক্রেতার দৃষ্টিতে বিনিময় বিলকে কী বলা হয়?

     . প্রাপ্য বিল . ব্যাংক ঋণ

     . প্রদেয় বিল . ক্ষুদ্র ঋণ

   প্রাইভেট লিমিটেড কম্পানির সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

     . জন

     . ২০ জন

     . ৫০ জন

     . শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ

   বাহ্যিক অর্থসংস্থানের জনপ্রিয় উৎস কোনটি?

     . লিজিং

     . ব্যাংক জমাতিরিক্ত

     . ঋণপত্র

     . ব্যাংক ঋণ

   নিচের কোনটি অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উেসর অন্তর্গত?

     . শেয়ার

     . অবণ্টিত মুনাফা

     . প্রদেয় বিল

     . লভ্যাংশ সমতাকরণ তহবিল

   নিচের কোন উৎস থেকে অংশীদারি ব্যবসায়প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করতে পারে?

     i. শেয়ার ইস্যু

     ii. জমাতিরিক্ত উত্তোলন

     iii. অবণ্টিত মুনাফা

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . ii

     . ii iii   . i, ii iii

   নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উেসর অন্তর্গত?

     . মজুদ মাল বন্ধকীকরণ

     . প্রাপ্য বিল বাট্টাকরণ

     . প্রদেয় বিল

     . ক্ষুদ্র ঋণ

   বিনিময় বিলের মেয়াদ সাধারণত কত মাস হয়?

     . দুই

     . তিন

     . চার

     . ছয়

১০  লিজ নেওয়ার বিপরীতে লিজিং কম্পানিকে কী পরিশোধ করতে হয়?

     . মুনাফা    . সুদ

     . ভাড়া     . কর

১১  নিচের কোনটি বাণিজ্যিক পত্র বিক্রয়ের ক্ষেত্রে জামানত হিসেবে কাজ করে?

     . নগদ অর্থ

     . স্থায়ী সম্পত্তি

     . মজুদ পণ্য

     . সুনাম

১২  বহিস্থ তহবিলকে মেয়াদের ভিত্তিতে কত ভাগে ভাগ করা হয়?

     . দুই . তিন

     . চার      . পাঁচ

১৩  স্বল্পমেয়াদি অর্থায়নের সুদমুক্ত উৎসগুলো হলো

     i. বকেয়া মজুরি

     ii. বাকিতে পণ্য ক্রয়

     iii. ব্যাংক জমাতিরিক্ত

     নিচের কোনটি সঠিক?

     . i

     . i ii

     . ii iii

     . i, ii iii

১৪  নিচের কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান?

     . শিল্প ব্যাংক

     . মাইডাস

     . ব্র্যাক

     . রূপালী ব্যাংক

১৫  দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো যেসব বিষয় বিবেচনা করে তা হলো

     i. স্থায়ী সম্পদের পরিমাণ

     ii. প্রতিষ্ঠানের আয়

     iii. সুনাম

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . i iii

     . ii iii  . i, ii iii

উত্তরগুলো মিলিয়ে নাও




. . . .   . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫.

No comments:

Post a Comment