বহু নির্বাচনী প্রশ্ন
পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Online Classes
১। দেশের উন্নতির জন্য কোন ধরনের নাগরিক প্রয়োজন?
ক. শিক্ষিত খ. মেধাবী
গ. বুদ্ধিমান ঘ. বাকপটু
উত্তর : শিক্ষিত
২। দেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সৎ ও
যোগ্য ব্যক্তিকে কী দিতে হবে?
ক. চাঁদা
খ. অনুদান
গ. ভোট
ঘ. অর্থ
উত্তর : ভোট
৩। সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলা কার দায়িত্ব?
ক. মা-বাবার
খ. আত্মীয়স্বজনের
গ. প্রতিবেশীর
ঘ. রাষ্ট্রের
উত্তর : মা-বাবার
৪। রাকিবকে আটকে রেখেছিল কেন?
ক. আইসক্রিম খাওয়ানোর জন্য
খ. মুক্তিপণ আদায়ের জন্য
গ. খেলনা কিনে দেওয়ার জন্য
ঘ. গল্প করার জন্য
উত্তর : মুক্তিপণ আদায়ের জন্য
৫। কত দিন পর পুলিশ রাকিবকে উদ্ধার করে?
ক. ৬ দিন
খ. ৮ দিন
গ. ১০
দিন
ঘ. ১২ দিন
উত্তর : ১০ দিন
৬। রাকিবের পরিবারের কাছে কত টাকা মুক্তিপণ দাবি করা
হয়েছিল?
ক. ৫ লাখ
খ. ১০ লাখ
গ. ১৫ লাখ
ঘ. ২০ লাখ
উত্তর : ১০ লাখ
৭। বিপাশাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল কেন?
ক. গুরুতর আহত হয়েছিল বলে
খ. ঠাণ্ডা লেগেছিল বলে
গ. পড়ে গিয়েছিল বলে
ঘ. স্বাস্থ্য পরীক্ষা করার জন্য
উত্তর : গুরুতর আহত হয়েছিল বলে
৮। আমরা কিভাবে রাস্তা পার হব?
ক. রাস্তার পাশ দিয়ে
খ. রাস্তার মাঝখান দিয়ে
গ. ওভারব্রিজ দিয়ে
ঘ. ফ্লাইওভার দিয়ে
উত্তর : ওভারব্রিজ দিয়ে
৯। দুই পাশে ভালো করে দেখে নিয়ে কোন জায়গা দিয়ে আমরা
রাস্তা পার হব?
ক. রাস্তার পাশ দিয়ে
খ. রাস্তার মাঝখান দিয়ে
গ. সমান জায়গা দিয়ে
ঘ. জেব্রাক্রসিং দিয়ে
উত্তর
: জেব্রাক্রসিং দিয়ে
১০। বাড়িতে কিসের একটি বাক্স রাখতে হবে?
ক. ওষুধের
খ. খাদ্যের
গ. বস্ত্রের
ঘ. প্রাথমিক চিকিৎসার
উত্তর : প্রাথমিক চিকিৎসার
১১। দুর্ঘটনার অন্যতম কারণ কোনটি?
ক. ফুটপাত দিয়ে হাঁটা
খ. অসাবধানে পথ চলা
গ. জেব্রাক্রসিং ব্যবহার করা
ঘ. রাস্তার পাশ দিয়ে হাঁটা
উত্তর : অসাবধানে পথ চলা
১২। দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের কোন নিয়মগুলো মেনে
চলার অভ্যাস করতে হবে?
ক. জেব্রাক্রসিং ব্যবহার করার নিয়ম
খ. ফুটপাত ব্যবহার করার নিয়ম
গ. ওভারব্রিজ ব্যবহার করার নিয়ম
ঘ. রাস্তায় চলার নিয়ম
উত্তর : রাস্তায় চলার নিয়ম
১৩। রাস্তায় চলার সময় কোনটি সম্পর্কে আমাদের সচেতন থাকতে
হবে?
ক. সময়
খ. নিরাপত্তা
গ. টাকা-পয়সা
ঘ. গন্তব্য
উত্তর : নিরাপত্তা
১৪। খালেদ সাহেব সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। তাঁকে
ভোট দিতে গিয়ে জনগণ কোনটিকে গুরুত্ব দিয়েছে?
ক. দলীয় লোক
খ. সৎ ও যোগ্য ব্যক্তি
গ. ধনী লোক
ঘ. প্রভাবশালী ব্যক্তি
উত্তর : সৎ ও যোগ্য ব্যক্তি
১৫। শিশু হিসেবে নিজেদের নিরাপদে রাখার প্রাথমিক দায়িত্ব
কার?
ক. মা-বাবার
খ. ভাইবোনদের
গ. প্রতিবেশীদের
ঘ. আমাদের নিজেদের
উত্তর : আমাদের নিজেদের
No comments:
Post a Comment