বহু
নির্বাচনী প্রশ্ন
পঞ্চম
শ্রেণি : বিজ্ঞান
Online Classes
যোগ্যতাভিত্তিক
বহু নির্বাচনী প্রশ্ন
১। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের
মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক
ও আচরণের পরিবর্তন হয়
উত্তর : শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
২। মানুষ কিভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে?
ক. পানি দূষণ করে
খ. কল-কারখানার জন্য
গ. দূষিত পানি পান করে
ঘ. পরিবেশ দূষণ করে
উত্তর : দূষিত পানি পান করে
৩। নিচের কোন রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায়?
ক. কলেরা
খ. ধনুষ্টংকার
গ. হুপিং কাশি
ঘ. যক্ষ্মা
উত্তর : কলেরা
৪। বায়ুবাহিত রোগগুলো ছড়ায়—
ক. পানির মাধ্যমে
খ. বাতাসের মাধ্যমে
গ. খাবারের মাধ্যমে
ঘ. ঝড় বৃষ্টির মাধ্যমে
উত্তর : বাতাসের মাধ্যমে
৫। নিচের কোনগুলো বায়ুবাহিত রোগ?
ক. বসন্ত ও কলেরা
খ. ডায়রিয়া ও হাম
গ. বসন্ত ও ইনফ্লুয়েঞ্জা
ঘ. আমাশয় ও সর্দিজ্বর
উত্তর : বসন্ত ও ইনফ্লুয়েঞ্জা
৬। যক্ষ্মা প্রতিরোধের জন্য কোন টিকা দিতে হয়?
ক. বিসিজি
খ. অ্যান্টিবায়োটিক
গ. রেনামাইসিন
ঘ. প্যারাসিটামল
উত্তর : বিসিজি
৭। অণুর জন্ডিস হয়েছে। তার দেহে জীবাণু এসেছে—
ক. বায়ুর মাধ্যমে
খ. পানির মাধ্যমে
গ. মশার কামড়ে
ঘ. সুস্থ ব্যক্তির মাধ্যমে
উত্তর : পানির মাধ্যমে
৮। অয়নকে কিউলেক্স মশা কামড় দিল। তার কোন রোগ হতে
পারে?
ক. ম্যালেরিয়া
খ. ডেঙ্গু জ্বর
গ. গোদ রোগ
ঘ. জন্ডিস
উত্তর : গোদ রোগ
৯। দরিদ্র কমল মিয়া যক্ষ্মায় আক্রান্ত। চিকিৎসার
জন্য তার কোথায় যাওয়া উচিত?
ক. কবিরাজের কাছে
খ. ক্লিনিকে
গ. সরকারি স্বাস্থ্যকেন্দ্রে
ঘ. বেসরকারি হাসপাতালে
উত্তর : সরকারি স্বাস্থ্যকেন্দ্রে
১০। মিতুর বসন্ত রোগ হয়েছে। তার কাছে মানুষ হিসেবে
তোমাকে কখন বেশি সতর্ক থাকতে হবে?
ক. ওষুধ খাওয়ার সময়
খ. ঘুমানোর সময়
গ. বাইরে যাওয়ার সময়
ঘ. গুটি শুকিয়ে যাওয়ার সময়
উত্তর : গুটি শুকিয়ে যাওয়ার সময়
সংক্ষিপ্ত
প্রশ্ন
১। নক্ষত্র কাকে বলে?
উত্তর : যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, তাদের নক্ষত্র বলে।
২। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর : গ্রহ : গ্রহের নিজস্ব আলো ও তাপ
নেই। গ্রহ ঘূর্ণায়মান, গ্রহে জীবের বসবাস আছে।
যেমন : পৃথিবী।
নক্ষত্র : নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে।
নক্ষত্রে জীবের অস্তিত্ব নেই।
No comments:
Post a Comment