বহু নির্বাচনী প্রশ্ন
সপ্তম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
১। প্রাণিদেহে টিস্যু সাধারণত কয় ধরনের হয়?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
২। পেশি কলা কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩। দেহের খোলা অংশে ও ভেতরে আবরণ তৈরি করে কোন
টিস্যু?
ক. যোজক
খ. আবরণী
গ. স্ন্নায়ু ঘ. পেশি
৪। একটি মাত্র ভিত্তি পর্দার ওপর সাজানো থাকে কোন
টিস্যু?
ক. আবরণী
খ. পেশি
গ. স্নায়ু ঘ. যোজক
৫। মানবদেহে কোন পেশির সংখ্যা বেশি?
ক. ঐচ্ছিক খ. অনৈচ্ছিক
গ. কার্ডিয়াক ঘ. কঙ্কাল
৬। কোন পেশি হাড়ের সঙ্গে লেগে থাকে?
ক. অনৈচ্ছিক খ. ঐচ্ছিক
গ. স্ন্নায়ু ঘ. হূদপেশি
৭। স্নায়ু টিস্যুর একককে কী বলে?
ক. নিউরন
খ. অ্যাক্সন
গ. ডেনড্রন ঘ. নেফ্রন
৮। বিশেষ অনৈচ্ছিক পেশি থাকে কোনটিতে?
ক. রক্তে খ. হূিপণ্ডে
গ. হাড়ে
ঘ. পাকস্থলীতে
৯। আবরণী কলার কাজ হলো—
i. আবরণ তৈরি করা ii. রস ক্ষরণ করা
iii. স্বাদ গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii খ. i
ও iii
গ. ii
ও iii ঘ. i,
ii, iii
১০।
পেশি কলার কাজ হলো—
i. দেহকে চলাচলে সাহায্য করা
ii. ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা
iii. হূেপশি দ্বারা রক্ত সঞ্চালন করা
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii খ. i
ও iii গ. ii
ও iii ঘ. i,
ii, iii
উত্তরগুলো
মিলিয়ে নাও
১. গ ২.
ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ঘ
No comments:
Post a Comment