প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
Online Classes
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ তোমাদের
পাঠ্য বইয়ের
তৃতীয় অধ্যায়ের
‘জীবনের জন্য
পানি’ বিষয়ে
‘সঠিক উত্তর
লেখ বা
টিক চিহ্ন
দাও’ (যোগ্যতাভিত্তিকসহ)
আলোচনা করা
হলো।
সঠিক উত্তর
লেখ:
১. পানি
প্রাপ্তির উত্স কয়টি ?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২) দীঘি,
পুকুর, নলকূপ—
কোন উত্স
?
ক. প্রাকৃতিক খ.মানুষের তৈরি
গ. উভয় ঘ.
একটিও না
৩) উদ্ভিদের
দেহের শতকরা
প্রায় কতভাগ
পানি ?
ক. ৩০
ভাগ খ.
৫০ ভাগ
গ. ৭০
ভাগ ঘ.
৯০ ভাগ
৪) উদ্ভিদের
বেঁচে থাকার
জন্য কী
প্রয়োজন ?
ক. পানি খ.
পানি নয়
গ. সার ঘ.
একটিও নয়
৫) প্রচণ্ড
গরমে কী
উদ্ভিদের দেহ
শীতল রাখে
?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ.
বালু
৬) মানবদেহের
শতকরা প্রায়
কতভাগ পানি
?
ক. ২০—৩০ খ.
৪০—৫০
গ. ৫০—৬০ ঘ.
৬০—৭০
৭) কে
আমাদের দেহের
স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে ?
ক. পানি খ.
খাবার
গ. ভিটামিন ঘ.
বায়ু
৮) উদ্ভিদের
পুষ্টি শোষণের
জন্য কোনটি
প্রয়োজন ?
ক. পানি
খ. মাটি
গ. আলো ঘ.
বায়ু
৯) কোনটি
পানি দূষণের
কারণ ?
ক. ধোঁয়া
খ. উচ্চ
শব্দ গ.
হর্ণ বাজানো
ঘ. নর্দমার
বর্জ্য
১০) পানিতে
মিশে থাকা
বালি, কাদা
ইত্যাদি সরানোর
প্রক্রিয়াকে কী বলে?
ক. ছাঁকন খ. থিতানো
গ. ফুটানো
গ. ঘনীভবন
১১) জলীয়
বাষ্প ঠাণ্ডা
হয়ে কিসে
পরিণত হয়
?
ক. পানি
খ. মেঘ গ. বৃষ্টি ঘ.
বরফ
১২) নিচের
কোনটি
পানি দূষণের প্রাকৃতিক কারণ ?
ক. ময়লা
ও আবর্জনা
খ. ভূ-গর্ভস্থ আর্সেনিক
গ. কীটনাশকের
ব্যবহার
ঘ. কলকারখানার
বর্জ্য
১৩) পুকুর
বা নদীর
পানি পানের
জন্য পুরোপুরি
নিরাপদ হয়—
ক. থিতালে
খ. ফুটিয়ে
নিলে
গ. অল্প
ফিটকিরি মিশালে
ঘ. ফুটানোর
পর ছেঁকে
নিলে
১৪) কোন
প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত
হয়ে ভূপৃষ্ঠ
ও বায়ুমণ্ডলের
সর্বত্র ছড়িয়ে
পড়ে?
ক. ঘণীভবন খ.
বাষ্পীভবন
গ. পানিচক্র . সালোকসংশ্লেষণ
১৫) পানি বাষ্প
হতে তরলে
পরিণত হওয়াকে
কী বলে
?
ক. বাষ্পীভবন খ.
ঘনীভবন
গ. শিশির ঘ. উর্ধ্বপাতন
১৬) গ্রীষ্মের
ছুটির পর
তুমি বিদ্যালয়ে
গিয়ে দেখলে
বাগানের চারাগাছগুলো
শুকিয়ে মারা
গেছে।
এ অবস্থায়
নতুন চারাগাছ
রোপন করে,
তোমার প্রথম
করণীয় কী
?
ক. নিয়মিত
সার প্রয়োগ
করবে
খ. আগাছা
পরিষ্কার করবে
গ. নিড়ানী
দিবে
ঘ. নিয়মিত
পানি দিবে
১৭) তোমার
এলাকায় ডায়রিয়া
রোগের প্রাদুর্ভাব
প্রায়ই দেখা
যায়।
এমন পরিস্থিতিতে
তুমি তোমার
এলাকাবাসীকে নিয়ে কী করবে ?
ক. আর্সেনিক
দূষণ সম্পর্কে
সচেতন করবে
খ. বেশি
বেশি গাছ
রোপণ করতে
বলবে গ.
প্রতিকারের জন্য কবিরাজের কাছে যেতে
বলবে ঘ.
পানি দূষণের
কারণ ও
ফলাফল জানাবে
১৮) কোনো
এলাকায় কলেরা
ও ডায়রিয়ার
প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ
কী ?
ক. দূষিত
বায়ু খ.
দূষিত পানি
গ. আর্সেনিকযুক্ত
পানি ঘ.
বাসি খাবার
১৯) পানি
দূষণের জন্য
নিচের কোন
গ্রুপগুলো দায়ী ?
ক. সার,
কীটনাশক এবং
রাসায়নিক পদার্থ
খ. পশু,
পাখি এবং
ইট ভাটার
কালো ধোঁয়া
গ. সিগারেটের
ধোঁয়া, শিল্প
প্রতিষ্ঠান এবং কয়লা ঘ. মলমূত্র,
গৃহপালিত পশু
ও ইটভাটা
২০) তোমার
বোন ডায়রিয়াতে
ভুগছে।
তার জন্য
খাবার স্যালাইন
তৈরির জন্য
তুমি কোন
পানি ব্যবহার
করবে ?
ক. ছাঁকন
খ. ফুটানো
গ. থিতানো
ঘ. রাসায়নিক
পদার্থ মিশানো
উত্তর :১)
ক. ২টি ২) খ.মানুষের
তৈরি ৩)
ঘ. ৯০
ভাগ
৪) ক. পানি
৫) ক.
পানি ৬)
ঘ. ৬০—৭০ ৭)
ক. পানি
৮) ক.
পানি ৯)
ঘ. নর্দমার
বর্জ্য ১০)
ক. ছাঁকন
১১) ক.
পানি ১২)
খ. ভূগর্ভস্থ
আর্সেনিক ১৩)
ঘ. ফুটানোর
পর ছেঁকে
নিলে ১৪)
গ. পানিচক্র
১৫) খ.
ঘনীভবন ১৬)
ঘ. নিয়মিত
পানি দিবে
১৭) ঘ.
নিয়মিত পানি
দিবে ১৮)
খ. দূষিত
পানি ১৯)
ক. সার,
কীটনাশক এবং
রাসায়নিক পদার্থ ২০) খ. ফুটানো
No comments:
Post a Comment