ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল কত সালে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৭১ সালে
২। ‘এখানে সর্বত্র প্রচুর শস্য আর ফলমূল
জন্মায়’—এ দেশ সম্পর্কে কে এ কথা লিখেছেন?
ক. বখতিয়ার খলজি
খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাঙ
ঘ. হো চি মিন
৩। কোন নদীর আরেক নাম কীর্তিনাশা?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. কীর্তনখোলা
৪। বিশেষজ্ঞরা মানবজাতিকে কয়টি মহাজাতিতে বা রেসে
ভাগ করেছেন?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৫। কাদের ককেশীয় বলা হয়?
ক. মঙ্গোলয়েডদের
খ. নিগ্রোয়েডদের
গ. নিগ্রোবটুদের
ঘ. ইউরোপয়েডদের
৬। বাংলাদেশের সবচেয়ে পুরনো নগর সভ্যতার নিদর্শন
পাওয়া গেছে—
i. মহাস্থানগড়ে
ii. উয়ারী-বটেশ্বরে
iii. পাহাড়পুরে
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii
খ. ii
ও iii
গ. i
ও iii
ঘ. i,
ii ও iii
৭। পুরনো ও নতুন পাথর যুগের হাতিয়ার পাওয়া যায়—
i. ফেনী জেলার ছাগলনাইয়ায়
ii. পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে
iii. কুমিল্লার লালমাইয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii
খ. ii
ও iii
গ. i
ও iii
ঘ. i,
ii ও iii
৮। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল—
ক. ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে
খ. ৪০০০ খ্রিস্টপূর্বাব্দে
গ. ৫০০০ খ্রিস্টপূর্বাব্দে
ঘ. ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে
৯। বাংলাদেশে প্রতিবছর হাজারে কতজন করে মানুষ
বাড়ে?
ক. ১১ জন
খ. ২২ জন
গ. ৩০ জন
ঘ. ৩৩ জন
১০। ১৯৭১ সালে এই দেশ পাকিস্তানি হানাদারদের দখলে
ছিল—
ক. জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত
খ. মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত
গ. ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত
ঘ. জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত
১১। আমরা বিজয় দিবস পালন করি কবে?
ক. ২৬ মার্চ
খ. ২১ ফেব্রুয়ারি
গ.
১৭ মার্চ
ঘ. ১৬ ডিসেম্বর
১২। আমাদের এই বাংলাদেশ—
i. নদীমাতৃক দেশ
ii. গ্রামভিত্তিক দেশ
iii. কৃষিপ্রধান দেশ
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii খ. ii
ও iii
গ. i
ও iii ঘ. i,
ii ও iii
উত্তরগুলো
মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ক ৪. খ ৫. ঘ
৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ঘ
১২. ঘ
No comments:
Post a Comment