পঞ্চম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। তথ্যপ্রযুক্তিতে তথ্যকে কী বলা হয়?
ক. উৎপাদন
খ. ওয়েব পেজ
গ. প্রক্রিয়াকরণ
ঘ. কাঁচামাল সম্পদ
উত্তর : কাঁচামাল সম্পদ
২। আধুনিক পৃথিবীকে কী বলা হয়?
ক. রসায়ন প্রযুক্তির পৃথিবী
খ. কৃষি প্রযুক্তির পৃথিবী
গ. জৈব প্রযুক্তির পৃথিবী
ঘ. তথ্যপ্রযুক্তির পৃথিবী
উত্তর : তথ্যপ্রযুক্তির পৃথিবী
৩। তথ্যপ্রযুক্তিতে কোনটি কাঁচামালের মতো?
ক. ডাটা
খ. তথ্য
গ. উপাত্ত
ঘ. সবগুলো
উত্তর : সবগুলো
৪। প্রতি ১০ বছরে জ্ঞানের বিস্তার ঘটেছে—
ক. দ্বিগুণ
খ. তিন গুণ
গ. চার গুণ
ঘ. আট গুণ
উত্তর : দ্বিগুণ
৫। তথ্য জানার সঙ্গে সঙ্গে কী করতে হয়?
ক. সংরক্ষণ করতে হয়
খ. যোগাযোগ করতে হয়
গ. গোপন করতে হয়
ঘ. মুছে ফেলতে হয়
উত্তর : সংরক্ষণ করতে হয়
৬। হূদরোগ বা ক্যান্সারে কেউ আক্রান্ত হলে তা
নির্ণয়ে কোনটি প্রয়োজন?
ক. তথ্য প্রেরণ
খ. তথ্য সংগ্রহ
গ. ল্যাকটোমিটার
ঘ. ব্যারোমিটার
উত্তর : তথ্য সংগ্রহ
৭। ছাপাখানার উদ্ভাবনের ফলে কোন প্রযুক্তির
অগ্রগতি সাধিত হয়েছিল?
ক. যোগাযোগ প্রযুক্তি
খ. শিক্ষা প্রযুক্তি
গ. তথ্যপ্রযুক্তি
ঘ. চিকিৎস প্রযুক্তি
উত্তর : তথ্যপ্রযুক্তি
৮। তথ্যপ্রযুক্তি বলতে বোঝায়—
ক. তথ্য সংগ্রহ করা
খ. তথ্যের প্রক্রিয়া করা
গ. তথ্য প্রেরণ করা
ঘ. তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা
উত্তর : তথ্য সংগ্রহ ও তথ্যের প্রক্রিয়া করা
৯। কোনটি তথ্যপ্রযুক্তির কাজ?
ক. তথ্য প্রেরণ করা
খ. তথ্য প্রচার করা
গ. তথ্য ধারণ করা
ঘ. ক ও গ
উত্তর : ক ও গ
১০।
কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তর : ৩টি
১১।
তথ্যকে প্রক্রিয়াকরণ করে উন্নততর তথ্যপ্রাপ্তি হলো—
ক. ইনপুট
খ. আউটপুট
গ. ডিভাইস
ঘ. তথ্য বিপ্লব
উত্তর : আউটপুট
১২।
নিচের কোনটি ব্রাউজিং সফটওয়্যার
ক. ইন্টারনেট এক্সপ্লোরার
খ. ইয়াহু
গ. বিং
ঘ. সবগুলো
উত্তর : ইন্টারনেট এক্সপ্লোরার
১৩। বিশ্বজুড়ে কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে
তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়াকে কী বলে?
ক. ইন্টারনেট
খ. ফ্যাক্স
গ. মোবাইল
ঘ. রিমোট কন্ট্রোল
উত্তর : ইন্টারনেট
১৪।
যেকোনো দেশের সাহিত্য, শিল্পকলা ইত্যাদি সম্পর্কে জানা যায়
কোনটির কল্যাণে?
ক. কম্পিউটার
খ. রেডিও
গ. তথ্যপ্রযুক্তি
ঘ. বিজ্ঞান
উত্তর : তথ্যপ্রযুক্তি
১৫। ইন্টারনেট ব্যবহার করে নিচের কোন কাজটি করতে
পারি?
ক. ভিডিও কনফারেন্স
খ. রেলগাড়ি চালনা
গ. বিমান চালনা
ঘ. মোটরগাড়ি চালনা
উত্তর : ভিডিও কনফারেন্স
No comments:
Post a Comment