Tuesday, March 22, 2016

Class Ten: Objective.


দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   ATM-এর সম্প্রসারিত রূপ

     ক. Automatic Teller Machine

     খ. Augmented Teller Machine

     গ. Automated Teller Machine

     ঘ. Automatic Telephone Machine


২।   এসএমএস ব্যাংকিং যে উদ্দেশ্যে ব্যবহূত হয়, তাহলো

     i. চেক বইয়ের জন্য অনুরোধ

     ii. হিসাবের স্থিতি জানার জন্য

     iii. তহবিল স্থানান্তর

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   i iii

     গ. ii iii  ঘ. i, ii iii

৩।   স্থায়ী হিসাবে সর্বনিম্ন কত মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়?

     ক. ৫ বছর   খ. ১ বছর

     গ. তিন মাস ঘ. ১ মাস

৪।   ব্যাংকের আয়ের প্রধান উৎস কী?

     ক. বিল বাট্টাকরণ    খ. ঋণের সুদ

     গ. লকার ভাড়া      ঘ. বিনিয়োগ

     উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     স্মার্ট ফ্যাশনের পরিচালনা পর্ষদ তাদের প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারগণের নিয়মিত লভ্যাংশ প্রদান করে থাকে। এ বছর প্রতিষ্ঠানটিতে অপেক্ষাকৃত কম পরিমাণ মুনাফা অর্জিত হয় এবং শেয়ারহোল্ডারগণকে লভ্যাংশ প্রদান করতে ব্যর্থ হয়।

৫।   উদ্দীপকে স্মার্ট ফ্যাশন প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান?

     ক. প্রাইভেট লিমিটেড কম্পানি

     খ. সমবায় সমিতি

     গ. পাবলিক লিমিটেড কম্পানি

     ঘ. অংশীদারি ব্যবসায়

৬।   উদ্দীপকের প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের করণীয় ছিল?

     ক. উত্পাদন বৃদ্ধি করা    

     খ. লভ্যাংশ প্রদান বন্ধ করা

     গ. লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি করা

     ঘ. ব্যবসায়ে শেয়ারহোল্ডার কমানো

৭।   কারবারি প্রতিষ্ঠান পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকির সৃষ্টি হয়?

     ক. আর্থিক ঝুঁকি           খ. তারল্য ঝুঁকি

     গ. সুদ হারের ঝুঁকি        ঘ. ব্যবসায়িক ঝুঁকি

উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. গ  ৬. গ ৭. ঘ

No comments:

Post a Comment