সপ্তম শ্রেণি : বিজ্ঞান
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। বিজ্ঞানের ভাষায়—
i. ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাওয়া কাজ
ii. পড়াশোনা করা কাজ
iii. ক্রিকেট খেলা কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২। জুল—
i. শক্তির একক ii. বলের একক
iii. কাজের একক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩। কাজ হয়—
i. টিভি দেখলে ii. ফুটবল খেললে
iii. বল নিক্ষেপ করা হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। কাজের সঙ্গে সম্পর্কিত?
i. তাপ ii. বল
iii. সরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তপু একটি টেবিলকে বেশ কিছুক্ষণ ধরে ঠেলাঠেলি করে সরাতে পারল না। অতঃপর সে তার বড় ভাইয়ের সাহায্য নিল। তার বড় ভাই টেবিলটি ৩ সেকেন্ডে সরিয়ে আলমারির কাছে নিয়ে গেল। আরেক দিন তার পিতা টেবিলটিকে একই পরিমাণ সরিয়ে নিল এবং এ কাজে তাঁর মাত্র ২ সেকেন্ড সময় লেগেছিল।
৫। কোন ব্যক্তি বা বস্তুর দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য?
ক. তপু খ. তপুর ভাই
গ. তপুর পিতা ঘ. ওপরের কেউ নয়
৬। তপুর ভাই ও পিতার ক্ষমতার অনুপাত কত?
ক. ২ : ৩ খ. ৩ : ২
গ. ৪ : ৯ ঘ. ৯ : ৪
৭। ওপরোক্ত ক্ষেত্রে—
i. নির্দিষ্ট মানের বল প্রয়োগে বস্তুকে বেশি দূরত্বে সরাতে পারলে বেশি কাজ সম্পন্ন হবে
ii. সরণ না হওয়া সত্ত্বেও শুধুমাত্র বল প্রয়োগ করলেই কাজ সম্পন্ন হবে
iii. ক্ষমতা নির্ণয়ে সম্পাদিত কাজ ও সময়কাল দুটিই বিবেচনা করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। পৃথিবীর সব শক্তির উৎস কী?
ক. মাটি খ. চাঁদ
গ. সূর্য ঘ. বাতাস
৯। বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে সঞ্চিতি শক্তি কোনটি?
ক. বিভব শক্তি খ. সৌরশক্তি
গ. তাপশক্তি ঘ. রাসায়নিক শক্তি
১০। খাদ্য বা জ্বালানিতে কোন শক্তি জমা থাকে?
ক. তাপশক্তি খ. রাসায়নিক শক্তি
গ. চুম্বক শক্তি ঘ. বায়ু শক্তি
১১। পেট্রল, কয়লা ও গ্যাসে কী থাকে?
ক. রাসায়নিক শক্তি খ. শব্দ শক্তি
গ. আকর্ষণ শক্তি ঘ. তাপশক্তি
১২। সূর্য থেকে সরাসরি শক্তি আসে কিরূপ?
ক. তাপশক্তি খ. শব্দশক্তি
গ. তড়িত্শক্তি ঘ. বায়ুশক্তি
১৩। রান্না, মোটরগাড়ি ও রেলওয়ে ইঞ্জিন চালনায় ব্যবহূত হয় কোন শক্তি?
ক. আলোকশক্তি খ. তাপশক্তি
গ. শব্দশক্তি ঘ. বায়ুশক্তি
১৪। কোন শক্তি আমাদের দেখতে সাহায্য করে?
ক. আলো খ. শব্দ
গ. বাতাস ঘ. বিদ্যুৎ
১৫। শব্দের উত্পত্তি হয় কখন?
ক. বস্তুর সরণে খ. বস্তুর বেগে
গ. বস্তুর কম্পনে ঘ. বস্তুর ত্বরণে
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. ক ১০. খ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ
No comments:
Post a Comment