দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১। প্রতিবেদনের কোন অংশে উপাত্তের সারণি ও চিত্র উপস্থাপন করা হয়?
ক. গ্রন্থ বিবরণী খ. ভূমিকা
গ. উপসংহার ঘ. নির্ঘণ্ট
২। বর্তমানে বাংলাদেশে কত সালের বীমা আইন চালু আছে?
ক. ১৯৩২ সালে
খ. ১৯৩৮ সালে
গ. ২০০৯ সালে
ঘ. ২০১০ সালে
৩। বীমা ব্যবসায়ের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. ঝুঁকিগত
খ. স্থানগত
গ. অর্থগত
ঘ. কালগত
৪। আবিষ্কারক নিচের কোনটির মাধ্যমে তার আবিষ্কৃত পণ্যের নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা অধিকার লাভ করে?
ক. কপিরাইটিং
খ. ট্রেডমার্ক
গ. ফ্রানচাইজিং
ঘ. পেটেন্ট
৫। ফ্রানচাইজিং ব্যবসায়ের অসুবিধা হলো
i. বেশি পরিমাণ বিনিয়োগ
ii. পণ্য বাজারজাতকরণের সীমাবদ্ধতা
iii. কড়া মনিটরিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬। নিচের কোনটিকে কম্পানির জন্মপত্রিকা বলা হয়?
ক. কার্যারম্ভের অনুমতিপত্র
খ. স্মারকলিপি
গ. নিবন্ধনপত্র
ঘ. বিবরণপত্র
৭। নিচের কোন দলিলটি পাওয়ার পর প্রাইভেট লিমিটেড কম্পানি তাদের কাজ শুরু করতে পারে?
ক. নিবন্ধনপত্র
খ. ট্রেড লাইসেন্স
গ. কার্যারম্ভের অনুমতিপত্র
ঘ. চুক্তিপত্র
৮। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?
ক. বাণিজ্য
খ. শিল্প
গ. অর্থ
ঘ. তথ্য ও প্রযুক্তি
৯। যে ধরনে বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় তা হলো—
i. জীবন বীমা
ii. অগ্নি বীমা
iii. শস্য বীমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০। মেধাসম্পদের অন্তর্ভুক্ত হলো—
i. পেটেন্ট
ii. কপিরাইট
iii. সুনাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. i ও ii ঘ. i, ii ও iii
১১। দ্রব্য বিনিময় ব্যবসায় ক্রমবিকাশের কোন যুগের অন্তর্গত?
ক. আধুনিক খ. প্রাচীন
গ. মধ্য ঘ. প্রাগৈতিহাসিক
১২। মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত?
ক. নিষ্কাশন খ. উত্পাদন
গ. প্রজনন ঘ. সেবা
১৩। বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে?
i. স্বত্বগত ii. রূপগত iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. ক ১৩. খ
No comments:
Post a Comment