বহু
নির্বাচনী প্রশ্ন
সপ্তম
শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Online Classes
বাংলাদেশের
সাংস্কৃতিক বৈচিত্র্য
১। বহুকাল ধরে বাঙালির প্রধান পেশা কয়টি?
ক. ২টি
খ. ৩টি
২। বাংলাদেশের মানুষকে উদার ও মানবিক করে গড়ে
তুলেছে—
ক. মাটি
খ. প্রকৃতি
গ. জলবায়ু
ঘ. পাহাড়
৩। যে গানগুলো লোকগানের অন্তর্ভুক্ত—
i. বাউল ii. ভাটিয়ালি
iii. খেউড়
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii
খ. i
ও iii
গ. ii
ও iii
ঘ. i,
ii ও iii
৪। গ্রামের গৃহস্থদের মধ্যে কিসের প্রচলন রয়েছে?
ক. কুসংস্কারের
খ. ধর্মীয় মনোভাবের
গ. লোকাচারের
ঘ. সামাজিকতার
৫। আমাদের কৃষ্টির অংশ—
i. তালপাতার পুঁথি
ii. শঙ্কের কাজ
iii. পোড়ামাটির ফলক
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii
খ. i
ও iii
গ. ii
ও iii
ঘ. i,
ii ও iii
৬। ‘ছিপ’,
‘গয়না’, ‘ময়ূরপঙ্খী’ এগুলো কিসের নাম?
ক. বাড়ির
খ. নৌকার
গ. জাহাজের
ঘ. তৈজসপত্রের
৭। নবান্ন উৎসব হয় কখন?
ক. শরত্কালে
খ. শীতকালে
গ. হেমন্তকালে
ঘ. বসন্তকালে
৮। সুন্দরবন অঞ্চলের মানুষ নানাভাবে স্মরণ করে—
ক. পীর বদরকে খ. বনবিবিকে
গ. দেব-দেবীকে
ঘ. প্রকৃতি দেবীকে
৯। মধ্য যুগে যেসব দেশ থেকে আসা মানুষের মাধ্যমে
মুসলিম সমাজের প্রসার ঘটেছে—
i. আফগান ii. ইরান
iii. ইন্দোনেশিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii
খ. i
ও iii
গ. ii
ও iii
ঘ. i, ii ও iii
১০। বাংলাদেশে সবচেয়ে ছোট সম্প্রদায়—
ক. মুসলমান
খ. হিন্দু
গ. খ্রিস্টান ঘ. বৌদ্ধ
১১। কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমায় উৎসবমুখর
অনুষ্ঠানের আয়োজন করা হয়?
ক. শ্রীকৃষ্ণ
খ. যিশু খ্রিস্ট
গ. গৌতম বুদ্ধ
ঘ. শ্রী চৈতন্যদেব
১২। সারা দেশে বছরে কতটি মেলা হয়?
ক. ১০০০টি
খ. ১০০৫টি
গ. ১০১২টি
ঘ. ১০৫০টি
১৩। এ দেশে যেসব মেলা অনুষ্ঠিত হয় তার কত ভাগ
গ্রামীণ মেলা?
ক. পঞ্চাশ ভাগ
খ. সত্তর ভাগ
গ. আশি ভাগ ঘ. নব্বই ভাগ
১৪। কোন
প্রতিষ্ঠান একুশের বইমেলার আয়োজন করে?
ক. বাংলা একাডেমি
খ. শিল্পকলা একাডেমি
গ. শিশু একাডেমি
ঘ. বুলবুল ললিতকলা একাডেমি
১৫। বস্ত্রমেলা কোন ধরনের মেলা?
ক. গ্রামীণ মেলা
খ. সাংস্কৃতিক মেলা
গ. বাণিজ্যিক মেলা
ঘ. সাহিত্য মেলা
১৬। ‘মধুমেলা’ কোথায়
হয়?
ক. কুষ্টিয়ায়
খ. শিলাইদহে
গ. দরিরামপুরে
ঘ. সাগরদাড়িতে
১৭। ‘জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর’—কে বলেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শেখ ফজলল করিম
গ. স্বামী বিবেকানন্দ
ঘ. কাজী নজরুল ইসলাম
১৮। ‘লালন মেলা’ কোথায়
অনুষ্ঠিত হয়?
ক. কুষ্টিয়ায়
খ. কুমিল্লায়
গ. অম্বিকাপুরে
ঘ. সুনামগঞ্জে
১৯। ‘একুশের বইমেলা’ সম্পর্কিত তথ্য হচ্ছে—
i. মাসব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়
ii. একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়
iii. বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i
ও ii খ. i
ও iii
গ. ii
ও iii ঘ. i,
ii ও iii
২০। ‘বারো মাসে তেরো পার্বণ’ এটি—
ক. খনার বচন
খ. কবিতার চরণ
গ. প্রবাদ
ঘ. মহামনীষীর বাণী
উত্তরগুলো
মিলিয়ে নাও
১. গ ২.
খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. ঘ
১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ
No comments:
Post a Comment