Online
Classes
বহু নির্বাচনী প্রশ্ন
দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১। যত
দিন রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে তত দিন কী থাকবে?
ক. সংসদের কর্তৃত্ব
খ. সবার কর্তৃত্ব
গ. সার্বভৌমত্ব
ঘ. সবগুলো
২। ‘দ্য মডার্ন স্টেট’ গ্রন্থের প্রণেতা কে?
ক. অ্যারিস্টটল
খ. ম্যাকাইভার
গ. গার্নার
ঘ. উড্রো উইলসন
৩। কে
বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ?
ক. অ্যারিস্টটল
খ. ম্যাকাইভার
গ. গার্নার
ঘ. উড্রো উইলসন
৪। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে?
ক. ৪র্থ খ. ৮ম
গ. ১০ম ঘ. ১২তম
৫। ১৯৭৩ সালের কত তারিখ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ৭ মার্চ খ.
১৭ নভেম্বর
গ. ৬ ডিসেম্বর
ঘ. ২৭
ফেব্রুয়ারি
৬। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল?
ক. ১২তম খ. ১৩তম
গ. ১৪তম ঘ. ১৫তম
৭। প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কোন সরকার বোঝায়?
ক. রাজনৈতিক সরকার
খ. সামরিক সরকার
গ. অসাংবিধানিক সরকার
ঘ. স্বৈরাচারী সরকার
৮। গণতন্ত্রের অস্তিত্ব কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. রাজতন্ত্র
খ. প্রচার
গ. নির্বাচনী ইশতেহার
ঘ. রাজনৈতিক দল
৯। সব
নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও দেশের সমষ্টিগত সম্পদ মিলে কোন সম্পদ হয়?
ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত
গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক
১০। সম্পদের সংরক্ষণ বলতে বোঝায়—
i. সম্পদের খোঁজখবর রাখা
ii. সম্পদের ক্ষতিসাধন রোধ করা
iii. সম্পদ নষ্ট হলে তা পূরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও
ii খ. ii ও
iii
গ. i ও
iii ঘ. i, ii ও iii
১১। কী
থেকে অভাবের জন্ম হয়?
ক. বিলাসিতা
খ. দুষ্প্রাপ্যতা
গ. মৌলিক প্রয়োজন
ঘ. ভোগ
১২। মানুষের জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কোনটি?
ক. অফুরন্ত অভাব
খ. অপর্যাপ্ততা
গ. দুষ্প্রাপ্যতা
ঘ. বাহ্যিকতা
১৩। সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. উত্পাদন বৃদ্ধি
খ. বিনিয়োগ বৃদ্ধি
গ. আর্থিক নিয়ন্ত্রণ
ঘ. জনকল্যাণ সাধন
১৪। কোনটি অপ্রত্যাশিত ব্যয়?
ক. পেনশন প্রদান
খ. জনপ্রশাসন ব্যয়
গ. বিচারিক ব্যয়
ঘ. দুর্যোগ ব্যয়
১৫। কোন খাতে সম্প্র্রতি বাংলাদেশ সরকার ব্যয় বৃদ্ধি করেছে?
ক. শিক্ষা খ. বিচার বিভাগ
গ. পররাষ্ট্র ঘ. জনপ্রশাসন
১৬। মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিলেন। বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাত থেকে তিনি বেতন ও পেনশন পাবেন?
ক. প্রতিরক্ষা খ. সামরিক
গ. জনপ্রশাসন
ঘ. সরকারি আয়-ব্যয়।
১৭। কোন
পদ্ধতিতে ব্যাংক মুনাফা আয় করে?
ক. ঋণগ্রহীতার প্রদেয় সুদ > সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
খ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ < সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
গ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ = সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
ঘ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ + সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
১৮। কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে?
ক. শিক্ষা খ. সংস্কৃতি
গ. প্রযুক্তি ঘ. শিল্পায়ন
১৯। বাংলাদেশ শিপিং করপোরেশন কবে প্রতিষ্ঠা হয়?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৬ সালে ঘ. ১৯৭৮ সালে
২০। শিক্ষা নারীকে যোগ্য করেছে—
i. ঘরের কাজে
ii. বাহিরের কাজে
iii. চাকরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. খ ৩. খ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ক ২০. খ
No comments:
Post a Comment