Tuesday, March 1, 2016

Class Ten: Objective.

Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন
দশম শ্রেণি : বাংলাদেশ বিশ্বপরিচয়

   যত দিন রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে তত দিন কী থাকবে?

. সংসদের কর্তৃত্ব

     . সবার কর্তৃত্ব

     . সার্বভৌমত্ব

     . সবগুলো


   ‘দ্য মডার্ন স্টেটগ্রন্থের প্রণেতা কে?

     . অ্যারিস্টটল

     . ম্যাকাইভার

     . গার্নার  

     . উড্রো উইলসন

   কে বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ?

     . অ্যারিস্টটল

     . ম্যাকাইভার

     . গার্নার  

     . উড্রো উইলসন

   সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে?

     . ৪র্থ . ৮ম

     . ১০ম     . ১২তম

   ১৯৭৩ সালের কত তারিখ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

     . মার্চ   . ১৭ নভেম্বর

     . ডিসেম্বর

     . ২৭ ফেব্রুয়ারি

   সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল?

     . ১২তম    . ১৩তম

     . ১৪তম    . ১৫তম

   প্রতিনিধিত্বমূলক সরকার বলতে কোন সরকার বোঝায়?

     . রাজনৈতিক সরকার

     . সামরিক সরকার

     . অসাংবিধানিক সরকার

     . স্বৈরাচারী সরকার

   গণতন্ত্রের অস্তিত্ব কিসের সঙ্গে সম্পর্কিত?

     . রাজতন্ত্র 

     . প্রচার

     . নির্বাচনী ইশতেহার

     . রাজনৈতিক দল

   সব নাগরিকের ব্যক্তিগত সম্পদ দেশের সমষ্টিগত সম্পদ মিলে কোন সম্পদ হয়?

     . ব্যক্তিগত  . সমষ্টিগত

     . জাতীয়     . আন্তর্জাতিক

১০  সম্পদের সংরক্ষণ বলতে বোঝায়

     i. সম্পদের খোঁজখবর রাখা

     ii. সম্পদের ক্ষতিসাধন রোধ করা

     iii. সম্পদ নষ্ট হলে তা পূরণ করা

     নিচের কোনটি সঠিক?

     . i ii  . ii iii

     . i iii . i, ii iii

১১  কী থেকে অভাবের জন্ম হয়?

     . বিলাসিতা

     . দুষ্প্রাপ্যতা

     . মৌলিক প্রয়োজন

     . ভোগ

১২  মানুষের জীবনে মৌলিক অর্থনৈতিক সমস্যা কোনটি?

     . অফুরন্ত অভাব  

     . অপর্যাপ্ততা

     . দুষ্প্রাপ্যতা

     . বাহ্যিকতা

১৩ সরকারি ব্যয়ের প্রধান উদ্দেশ্য কী?

     . উত্পাদন বৃদ্ধি  

     . বিনিয়োগ বৃদ্ধি

     . আর্থিক নিয়ন্ত্রণ

     . জনকল্যাণ সাধন

১৪  কোনটি অপ্রত্যাশিত ব্যয়?

     . পেনশন প্রদান  

     . জনপ্রশাসন ব্যয়

     . বিচারিক ব্যয়   

     . দুর্যোগ ব্যয়

১৫ কোন খাতে সম্প্র্রতি বাংলাদেশ সরকার ব্যয় বৃদ্ধি করেছে?

     . শিক্ষা    . বিচার বিভাগ

     . পররাষ্ট্র   . জনপ্রশাসন

১৬ মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিলেন বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাত থেকে তিনি বেতন পেনশন পাবেন?

     . প্রতিরক্ষা  . সামরিক

     . জনপ্রশাসন

     . সরকারি আয়-ব্যয়

১৭  কোন পদ্ধতিতে ব্যাংক মুনাফা আয় করে?

     . ঋণগ্রহীতার প্রদেয় সুদ > সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ

     . ঋণগ্রহীতার প্রদেয় সুদ < সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ

     . ঋণগ্রহীতার প্রদেয় সুদ = সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ

     . ঋণগ্রহীতার প্রদেয় সুদ + সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ

১৮ কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে?

     . শিক্ষা     . সংস্কৃতি

     . প্রযুক্তি         . শিল্পায়ন

১৯  বাংলাদেশ শিপিং করপোরেশন কবে প্রতিষ্ঠা হয়?

     . ১৯৭২ সালে     . ১৯৭৪ সালে

     . ১৯৭৬ সালে     . ১৯৭৮ সালে

২০  শিক্ষা নারীকে যোগ্য করেছে

     i. ঘরের কাজে

     ii. বাহিরের কাজে

     iii. চাকরির ক্ষেত্রে

     নিচের কোনটি সঠিক?

     . i ii        . ii iii

     . i iii   . i, ii iii



উত্তরগুলো মিলিয়ে নাও

. . . . . . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.


No comments:

Post a Comment