Online Classesবহু নির্বাচনী প্রশ্নষষ্ঠ শ্রেণি : গার্হস্থ্য বিজ্ঞান
১। আদিম যুগে মানুষের আশ্রয়স্থল ছিল—
ক. গৃহ
খ. উপাসনালয়
গ. মাঠ
ঘ. পাহাড়ের গুহা
২। আদিম যুগের মানুষ কখন পরিবার গঠন
করে?
ক. ভাষা শেখার পর
খ. অন্যের দুঃখ-কষ্ট বোঝার পর
গ. চাষাবাদ শেখার পর
ঘ. লেখাপড়া শেখার পর
৩। আদিম যুগে মানুষ পরিবারের
সদস্যদের বসবাসের জন্য কিসের প্রয়োজন অনুভব করল?
ক. বিদ্যালয়ের
খ. গৃহের
গ. উপাসনালয়ের
ঘ. পাহাড়ের গুহার
৪। গৃহ আমাদের কোন চাহিদা পূরণ করে?
i. খাদ্য ii. নিরাপত্তা
iii. বিনোদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii
ঘ. ii
৫। প্রতিটি মানবশিশুর জীবনের প্রথম
পরিবেশ কী?
ক. মায়ের কোল
খ. গৃহ
গ. বিদ্যালয়
ঘ. খেলার মাঠ
৬। গৃহপরিবেশের ওপর নির্ভর করে
পরিবারের সদস্যদের—
i. সুখ ii. শান্তি
iii. শারীরিক ও মানসিক
সুস্থতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ
৬. ঘ
No comments:
Post a Comment