Monday, March 21, 2016

Class Ten: Objective.



দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন

মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং

১।   কখন কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?

     ক. অষ্টাদশ শতাব্দীতে খ. ঊনবিংশ শতাব্দীতে

     গ. বিংশ শতাব্দীতে   ঘ. একবিংশ শতাব্দীতে


২।   লোম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত?

     ক. ইটালি    খ. যুক্তরাজ্য

     গ. যুক্তরাষ্ট্র   ঘ. জার্মানি

৩।   বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি?

     ক. ৭টি খ. ৫টি

     গ. ৪টি ঘ. ৩টি

৪।   নিচের কোনটির ইতিহাস খুবই বিচিত্র?

     ক. তামার    খ. স্বর্ণের

     গ. পোড়ামাটির      ঘ. মুদ্রার

৫।   ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কী?

     i. কোষাগার রর. লম্বা টুল iii. বস্তুর স্তূপ

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii iii  ঘ. i, ii iii

৬।   নিচের কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?

     ক. মক্কেল    খ. মুদ্রা

     গ. সেবা     ঘ. ব্যাংকার

৭।   সভ্যতা বিকাশের সাথে বৃদ্ধি পায় মানুষের

     i. অর্থনৈতিক কর্মকাণ্ড ii. সামাজিক বন্ধন

     iii. রাজনৈতিক কর্মকাণ্ড

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii iii  ঘ. i, ii iii

৮।   LC কী?

     ক. Letter of credit

     খ. Letter of creation

     গ. Letter of creditor

     ঘ. Letter of competitor

৯।   প্রত্যয়পত্র ইস্যু করে কে?

     ক. রপ্তানিকারকের ব্যাংক

     খ. আমদানিকারক

     গ. আমদানিকারকের ব্যাংক

     ঘ. রপ্তানিকারক

১০। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা কয়টি?

     ক. ২৩টি     খ. ৯টি

     গ. ৭টি      ঘ. ৪টি

উত্তরগুলো মিলিয়ে নাও

১. খ ২. ক ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক  ৯. গ ১০. ঘ

No comments:

Post a Comment