দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং
বহু নির্বাচনী প্রশ্ন
Online Classes
১। ব্যাংক ব্যবস্থার জননী—
ক. মুদ্রা খ. গ্রাহক
গ. ব্যাংকার ঘ. কড়ি
২। লোম্বার্ডি স্ট্রিট কোথায় অবস্থিত?
ক. যুক্তরাজ্য খ. ইতালি
গ. যুক্তরাষ্ট্র ঘ. ফ্রান্স
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর
দাও :
খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী জানান, আবির আহমেদ
নিয়মিত বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত। তাঁর ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের
সহায়তা গ্রহণ করেন।
৩। উদ্দীপকে বাণিজ্যিক ব্যাংক জনাব আবির আহমেদের পক্ষে—
i. প্রত্যয়পত্র ইস্যু করে
ii. মুনাফা বণ্টন করে
iii. বৈদেশিক বাণিজ্যের বিলের টাকা পরিশোধে সহায়তা
করে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ i, ii
গ. i, iii ঘ. i, ii ও iii
৪। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
ক. বীমা প্রিমিয়াম
খ. নিরীক্ষকের বিল
গ. বিল বাট্টাকরণ
ঘ. শুল্ক ও কর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সোয়েটার প্রস্তুতকারক ব্যবসায়ী মি. জাকির আহমেদ
তাঁর নতুন শিল্প ইউনিটের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি সাত বছরের জন্য ভাড়া নিয়েছেন।
৫। উদ্দীপকে মি. জাকির আহমেদ তহবিল সংগ্রহের ক্ষেত্রে
কোন উেসর সহায়তা নিয়েছেন?
ক. লিজিং
খ. বাণিজ্যিক পত্র
গ. ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ
ঘ. ঋণপত্র
৬। উদ্দীপকে মি. জাকির আহমেদ তহবিল সংগ্রহের ক্ষেত্রে
নিচের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
ক. বাধ্যতামূলক সুদ প্রদান
খ. দীর্ঘমেয়াদি ঋণগ্রহণ নিষ্প্রয়োজন
গ. জামানতযোগ্য সম্পত্তির প্রতুলতা
ঘ. ডিবেঞ্চার বিক্রয়ের নিশ্চয়তা
৭। নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস?
i. রপ্তানি শুল্ক
ii. সরকারি হাসপাতাল
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ i, iii
গ. ii, iii ঘ. i, ii ও iii
৮। কারা কম্পানির মালিক?
ক. সরকার
খ. পরিচালকবৃন্দ
গ. শেয়ারহোল্ডারগণ
ঘ. ঋণদাতাগণ
৯। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় অধীনস্থ ব্যাংককে কী
বলা হয়?
ক. কেন্দ্রীয় ব্যাংক
খ. হোল্ডিং ব্যাংক
গ. প্রধান ব্যাংক
ঘ. সাবসিডিয়ারি ব্যাংক
১০। নিচের কোন ব্যাংক হিসাবের ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট
সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়?
ক. চলতি হিসাব
খ. ডিপোজিট পেনশন স্কিম
গ. সঞ্চয়ী হিসাব
ঘ. ঋণ আমানতি হিসাব
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. গ ৪. গ ৫.
ক
৬. খ ৭. খ ৮. গ ৯. ঘ ১০.
খ
No comments:
Post a Comment