এইচএসসি প্রস্তুতি: সমাজবিজ্ঞান প্রথম পত্র
বহু নির্বাচনী প্রশ্ন
Online Classes
১। ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল, যা সব সময়
পরিবর্তনশীল।’ এই উক্তিটি কার?
ক. শেফারের খ. টেইলরের
গ. মার্কসের ঘ. ম্যাকাইভারের
২। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো—
ক. মানুষ
খ. গোষ্ঠী
গ. সামাজিক জীব
ঘ. সমাজ
৩। নির্ভরশীলতা ম সংঘবদ্ধতা ম মিথস্ক্রিয়া ম সামাজিক
সম্পর্ক—এই ছকটির সঙ্গে কিসের সম্পর্ক আছে?
ক. রাষ্ট্রের গঠন প্রকৃতির
খ. সমাজের গঠন প্রকৃতির
গ. প্রতিষ্ঠানের গঠন প্রকৃতির
ঘ. সংঘের গঠন প্রকৃতির
৪। ম্যাকাইভারের মতে সমাজ বলতে বোঝায়—
i. পারস্পরিক সংঘাত
ii. পারস্পরিক দূরত্ব
iii. পারস্পরিক সহযোগিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. i, ii ও iii
৫। সমাজের মূল কথা হলো—
i. সামাজিক বন্ধন
ii. পারস্পরিক নির্ভরশীলতা
iii. সামাজিক সংহতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য
সংগঠিত দলকে বলা হয়—
ক. সমাজ
খ. সম্প্রদায়
গ. প্রতিষ্ঠান ঘ. সংঘ
৭। সম্প্রদায় পরিচালিত হয়—
i. গণতন্ত্রের মাধ্যমে
ii. আদর্শের ভিত্তিতে
iii. মূল্যবোধের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। সমাজবিজ্ঞানে সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
i. সামাজিক সংঘ
ii. প্রচলিত আচার-আচরণ
iii. সুসংগঠিত কার্যপ্রণালি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৯। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ব্যবসায় প্রতিষ্ঠান
খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. রাজনৈতিক প্রতিষ্ঠান
ঘ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
১০। পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. শিক্ষা প্রতিষ্ঠান
খ. সাংস্কৃতিক প্রতিষ্ঠান
গ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
ঘ. সামাজিক প্রতিষ্ঠান
১১। সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোনটি অন্যতম?
ক. রাজনৈতিক প্রতিষ্ঠান
খ. অর্থনৈতিক প্রতিষ্ঠান
গ. ধর্মীয় প্রতিষ্ঠান
ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
১২। ধর্ম বিশেষ অবদান রাখে—
i. চরিত্র গঠনে ii. সৎ জীবনযাপনে
iii. বিশ্বায়নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ঘ ২. ঘ ৩. খ ৪. গ ৫.
খ ৬. ঘ ৭. গ ৮. খ
৯. গ ১০. ঘ ১১. ঘ ১২. ক
No comments:
Post a Comment