বহু নির্বাচনী প্রশ্ন
এইচএসসি
মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র
Online Classes
পূর্ণমান : ৪০
১। শেখ মুজিবুর রহমানকে
নারায়ণগঞ্জে নেওয়া হয়েছিল কেন?
ক. ভ্রমণে যেতে
খ. জনসভায় ভাষণ দিতে
গ. ফরিদপুর নিতে
ঘ. গোপালগঞ্জে নিতে
২। ‘বিদ্রোহী’
নজরুলের কোন
কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা?
ক. অগ্নি-বীণা
খ. বিষের বাঁশি
গ. সাম্যবাদী
ঘ. সর্বহারা
৩। ‘বিশ্ব-দেউল’ বলতে
কবি বুঝিয়েছেন—
ক. মানুষের মন
খ. মহামানবদের
গ. পৃথিবীর সব ধর্মকে
ঘ. মক্কাকে
৪। নবাবকে
কার কোনো
ভয় নেই?
ক. ক্লাইভের
খ. উমিচাঁদের
গ. ওয়াটসের
ঘ. মীর জাফরের
৫। দলিল
সই করতে
গিয়ে কার
বুকের ভিতর
হঠাৎ
যেন কেঁপে
উঠল?
ক. মীর জাফর
খ. মিরন
গ. ঘসেটি বেগম
ঘ. উমিচাঁদ
৬। কে উমিচাঁদকে ঠকাবার
ব্যবস্থা করেছে?
ক. ক্লাইভ খ. ক্লেটন
গ. ড্রেক ঘ.
হলওয়েল
নিচের উদ্দীপকটি পড়ো এবং
৭ ও
৮ নং
প্রশ্নের উত্তর
দাও।
নিজের শেষ সম্বল বিক্রি
করে হরিপদ
মেয়েকে শ্বশুরবাড়ি
পাঠালেও স্বামীর
অত্যাচারে শেষ পর্যন্ত সে বাবার
সংসারেই ফিরে
আসে।
শ্বশুরবাড়ির কথা বললেই ভয়ে মেয়েটি
আঁতকে ওঠে।
৭। উদ্দীপকের
মেয়েটি কার
আশিংক প্রতিনিধিত্ব
করে?
ক. দিগম্বরী
খ. আহ্লাদী
গ. সিলভী
ঘ. হজের
৮। উদ্দীপক
ও ‘মাসি-পিসি’ গল্পের
মূল ভাব
কোনটি?
ক. জীবিকার ধরন
খ. মমত্ববোধ
গ. নির্যাতনের স্বরূপ
ঘ. দায়িত্বরোধ
৯। নুরুল
হুদার সমস্ত
ভালো লাগাটা
চিড় খায়
কেন?
ক. মিলিটারি দেখে
খ. জ্বলন্ত বস্তি দেখে
গ. মসজিদ থেকে
ঘ. প্রিন্সিপাল দেখে
১০। কারা ছিল
ছদ্মবেশী মিসক্রিয়েন্ট?
ক. কুলি
খ. রিকশাওয়ালা
গ. দিনমজুর
ঘ. ফল বিক্রেতা
১১। হাসুনির মা
মজিদের কাছে
যায় কেন?
ক. নালিশ করতে
খ. সাহায্য চাইতে
গ. কাজ চাইতে
ঘ. বাবার জন্য ক্ষমা
চাইতে
১২। জমিলার কাছে
দাঁড়িয়ে তাকে
চেয়ে চেয়ে
দেখে কে?
ক. মজিদ
খ. রহিমা
গ. ব্যাপারী
ঘ. হাসুনির মা
১৩। অধ্যবসায়ই মানবজীবনকে
সুন্দর করে
মন্তব্যটির সঙ্গে ‘জীবন ও বৃক্ষ’
প্রবন্ধের যে বিষয়টি যুক্ত?
i. সচেতনতা
ii. সূক্ষ্মবুদ্ধি
iii. নীরব সাধনা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪। লেখিকার বাল্যকালে এক
টাকায় কত
সের সরিষার
তৈল পাওয়া
যেত?
ক. ৫ সের
খ. ৬ সের
গ. ৭ সের
ঘ. ৮ সের
নিচের উদ্দীপকটি পড়ো এবং
১৫ ও
১৬ নং
প্রশ্নের উত্তর
দাও।
বাংলাদেশ ধানের দেশ, গানের
দেশ।
এ দেশের
অধিকাংশ মানুষই
কৃষিজীবী।
প্রাকৃতিক দুর্যোগ এ দেশের মানুষকে
সংগ্রামী হতে
শিখিয়েছে।
তারই প্রতিফলন
১৯৫২ সালের
ভাষা আন্দোলন,
১৯৬৯ সালের
গণ-অভ্যুত্থান
ও ১৯৭১
সালের মুক্তিযুদ্ধ।
১৫। উদ্দীপকটিতে কৃষিজীবী
মানুষ ‘ফেব্রুয়ারি
১৯৬৯’ কবিতায়
কোন চরিত্রের
প্রতিনিধিত্ব করছে?
ক. ঘাতকের
খ. কৃষ্ণচূড়া ফুলের
গ. সংগ্রামী জনতার
ঘ. পাক বাহিনীর
১৬। উদ্দীপকে বাংলাদেশের
মানুষের জীবনের
কোন স্বরূপটি
কবিতায়ও পরিলক্ষিত?
i. সহজ-সরল জীবন
ii. দরিদ্রতা
iii. সংগ্রামী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭। কে কমলাকান্তের ধর্মের
সহায়?
ক. বিড়াল খ. ওয়েলিংটন
গ. প্রসন্ন ঘ.
বিচারক
১৮। রাঘব দাস
কে?
ক. কুম্ভকর্ণ খ. রাম
গ. বীরবাহু ঘ. বিভীষণ
১৯। কিসের প্রতিবিম্ব
গতিভঙ্গে এঁকে
এঁকে যায়?
ক. ধরার খ.
অধরার
গ. মর্ত্যের ঘ. স্বর্গের
২০। চন্দনের ফুল
কী রকম?
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. ঝাল-মিষ্টি
ঘ. মিষ্টি
২১। কে নিজেকে গরিব
মনে করে?
ক. মসিঁয়ে
খ. ফোরসটিয়ার
গ. মাদাম জর্জ
ঘ. মাদাম লোইসেল
২২। মাদাম লোইসেলকে
নাচের অনুষ্ঠানে
সবাই পছন্দ
করার কারণ
কী?
ক. তার নাচ ছিল
খুব ভালো
খ. সে ছিল হাস্যময়ী
গ. সবদিক দিয়ে অতুলনীয়
ঘ. শারীরিক গঠন আকর্ষণীয়
২৩। কবির দেশে
ধানের গন্ধের
মতো অস্ফুট
কী?
ক. শঙ্খচিল
খ. বিশালাক্ষী
গ. লক্ষ্মীপেঁচা
ঘ. পান
২৪। নবাব সেনাপতি মোহনলাল
মিরনের বৈঠকে
আসার কারণ—
ক. ইংরেজদের সঙ্গে দেখা
করতে
খ. ইংরেজ চুক্তিতে স্বাক্ষর
করতে
গ. মোহনলালের সঙ্গে দেখা
করতে
ঘ. মিরনের বৈঠক তদারকি
করতে
২৫। পঠিত নাটকে
জানানা সওয়ারি
হলো—
ক. গুপ্তচর
খ. নাচওয়ালী
গ. মিরনের আত্মীয়া
ঘ. ছদ্মবেশী ইংরেজ প্রতিনিধি
নিচের উদ্দীপকটি পড়ো এবং
২৬ ও
২৭ নং
প্রশ্নের উত্তর
দাও।
বর্ষার ঢল থেকে গ্রাম
ও ফসল
রক্ষাকারী বাঁধ রক্ষার জন্য জমির
মুন্সীর নেতৃত্বে
একদল পীরের
শরণাপন্ন হয়। আরেক
দল মাস্টারের
নেতৃত্বে মাটি
কেটে অক্লান্ত
পরিশ্রম করে
বাঁধ রক্ষা
করে।
২৬। উদ্দীপকের জমির
মুন্সী ‘লালসালু’
উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি?
ক. খালেক ব্যাপারী
খ. মজিদ
গ. মোদাব্বের
ঘ. তাহের
২৭। উদ্দীপকের
মাস্টারের কর্মকাণ্ড ‘লালসালু’
উপন্যাসের কোন ঘটনার তাত্পর্য বহন
করে?
ক. আক্কাসের স্কুল প্রতিষ্ঠা
খ. মজিদের মসজিদ নির্মাণ
গ. ব্যাপারীর বিচার সভা
ঘ. আওলালপুরে পীরের সভা
২৮। ধানের গন্ধ
দ্বারা কী
বোঝানো হয়েছে?
ক. ধানের সৌন্দর্য
খ. প্রাকৃতিক রূপ
গ. কৃষিপ্রধান বাংলার চিত্র
ঘ. ধান প্রকৃতি
২৯। ‘এই পৃথিবীতে
এক স্থান
আছে’ কবিতা
নিচের কোন
নদীটিকে
সমর্থন করে?
ক. পদ্মা
খ. কপোতাক্ষ
গ. বুড়িগঙ্গা
ঘ. তুরাগ
নিচের উদ্দীপকটি পড়ো এবং
৩০ ও
৩১ নং
প্রশ্নের উত্তর
দাও।
দ্বাদশ শ্রেণির ছাত্র দুরন্ত
মুক্তিযুদ্ধের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে
জানার চেষ্টায়
অবিরাম পরিশ্রম
করে যাচ্ছে। তার
এই দেশাত্মবোধ
জাগ্রত হয়েছে
তার মা-বাবা চেতনা
থাকে।
৩০। উদ্দীপকের ভাববস্তু তোমার
পঠিত কোন
রচনার সাথে
সাদৃশ্যপূর্ণ?
ক. আমার পথ
খ. আহ্বান
গ. জাদুঘরে কেন যাব
ঘ. বিড়াল
৩১। দুরন্তের দেশাত্মবোধের
মধ্য দিয়ে
প্রবেন্ধর যে দিকটি ফুটে উঠেছে—
i. আদর্শ নাগরিক সৃষ্টিতে পরিবারের
ভূমিকা
ii. মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা
iii. মানবিক চেতনার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২। ‘বসন্ত বন্দনা’
বলতে বোঝানো
হয়েছে—
ক. বসন্তে আনন্দ করা
খ. বসন্তে বন্দনা করা
গ. বসন্ত ঋতুকে স্তুতি
করা
ঘ. বসন্ত ঋতুতে কাব্য
রচনা করা
৩৩। ‘হেলায়’ শব্দের
অর্থ কী?
ক. অবজ্ঞা করে
খ. নিবেদন
গ. বিতরণ করে
ঘ. অগোচর
৩৪। শবেবরাতের দিনে
জিকির করতে
করতে অস্থির
হয়ে গেছে
জহিরুল।
জহিরুলের সাথে
‘লালসালু’ উপন্যাসে সাদৃশ্য রয়েছে যার—
i. আওয়ালপুরের পীরের
ii. মাজারের অধিপতির
iii. জমিলার স্বামীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫। কবি হূদয়ের
বেদনার চিত্র
কোন বিষয়াটির
ভেতর দিয়ে
ফুটিয়ে তুলেছেন?
ক. বসন্তের আগমন বার্তা
খ. শীতের সর্বত্যাগী সন্ন্যাসীর
রূপ
গ. প্রকৃতির সৌন্দর্যের চিত্র
ঘ. মানবজীবনের প্রতি প্রকৃতি
৩৬। ‘নেকলেস’ গল্পের
প্রতিফলিত দিক কোনটি?
ক. নির্বুদ্ধিতা
খ. গভীর জীবনবোধের অভাব
গ. দাম্ভিকতা
ঘ. অহংকার
৩৭। নুরুল হুদার
ক্ষেত্রে যে
বাক্যটি প্রযোজ্য—
ক. প্রফেসর
খ. ব্যবসায়ী
গ. লেকচারার
ঘ. উকিল
৩৮। কত তারিখে শেখ
মুজিবুর রহমানের
উদ্বেগ-উত্কণ্ঠা
নিয়ে দিন
কেটেছিল?
ক. ২১ ফেব্রুয়ারি
খ. ৭ মার্চ
গ. ২৫ মার্চ
ঘ. ২৬ মার্চ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৯
ও ৪০
নং প্রশ্নের
উত্তর দাও।
আজ পৃথিবীতে যুদ্ধের দামামায় মানুষ
আতঙ্কিত।
তারা সব
সময় মৃত্যুর
ভয় নিয়ে
চলছে।
কিন্তু ভালোবাসা
পারে এই
মৃত্যুভয় কাটিয়ে
একটি সুখী,
সমৃদ্ধ পৃথিবী
গঠন করতে।
৩৯। উদ্দীপকের বিষয়বস্তুর
সাথে তোমার
পঠিত কোন
কবিতার নৈকট্য
রয়েছে?
ক. ঐকতান
খ. আমি কিংবদন্তির কথা
বলছি
গ. সেই অস্ত্র
ঘ. নূরলদীনের কথা মনে
পড়ে যায়
৪০। উপরিউক্ত উত্তরের
কবিতায় প্রকাশিত
হয়েছে—
i. মানুষের হিংসার কথা
ii. নগরী ধ্বংসের কথা
iii. লোভ সংবরণ করার কথা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ক ৩. ক ৪ ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০.
ক ১১.
ক ১২.
খ ১৩.
গ ১৪.
ঘ ১৫.
গ ১৬.
ঘ ১৭.
ক ১৮.
গ ১৯.
ঘ ২০.গ ২১.
খ ২২.
গ ২৩.
গ ২৪.
ঘ ২৫.
ঘ ২৬.
ক ২৭.
ক ২৮.
গ ২৯.
ক ৩০.
গ ৩১.
ঘ ৩২.
গ ৩৩.
ক ৩৪.
গ ৩৫.
খ ৩৬.
খ ৩৭.
গ ৩৮.
ক ৩৯.
গ ৪০.
ঘ
No comments:
Post a Comment