এইচএসসি মডেল টেস্ট : ভূগোল দ্বিতীয় পত্র
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১।
মানবসৃষ্ট সব কিছুর সমষ্টিকে কী বলা হয়?
ক. সমাজ খ. রাষ্ট্র
গ. সংস্কৃতি ঘ. অঞ্চল
২।
পৃথিবীতে কতটি ডমিনিয়ন রাষ্ট্র রয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৫টি
৩।
নদীবহুল মহাদেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. এশিয়া
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
৪।
আফ্রিকায় জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয়—
i. অক্ষাংশগত অবস্থানের কারণে
ii. সমুদ্রের নৈকট্যের কারণে
iii. সমুদ্র থেকে উচ্চতার কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মহিন সাহেব একজন ভূগোলবিদ। তিনি গবেষণার জন্য দেশের বিভিন্ন জেলা পরিদর্শন
করেন। এতে তিনি লক্ষ করেন একেক জায়গার মানুষের সংস্কৃতি, কর্মকাণ্ড, জীবন-জীবিকা,
বাসস্থানের ধরন একেক রকম।
৫।
উক্ত উত্পাদনগুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক. প্রাকৃতিক ভূগোলে
খ. মানব ভূগোলে
গ. সামাজিক ভূগোলে
ঘ. পরিবেশ ভূগোলে
৬।
মহিন সাহেব গবেষণার ক্ষেত্রে—
i. বইপুস্তক থেকে তথ্য সংগ্রহ করেন
ii. নথিপত্র থেকে তথ্য সংগ্রহ করেন
iii. মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭।
জনসংখ্যা কী ধরনের উপাদান?
ক. সক্রিয় উপাদান
খ. পরিবর্তনশীল উপাদান
গ. সক্রিয় পরিবর্তনশীল উপাদান
ঘ. অপরিবর্তনশীল উপাদান
৮।
বৃদ্ধ বলে ধরা হয় কত বছর বয়স্কদের?
ক. ৪৯ বছর
খ. ৫৫ বছর
গ. ৫৯ বছর
ঘ. ৬০ বছর বা তদূর্ধ্ব
৯।
নারীদের সন্তান ধারণ করার ক্ষমতাকে কী বলা হয়?
ক. উর্বরতা
খ. প্রজননশীলতা
গ. প্রজনন ক্ষমতা
ঘ. উত্পাদনশীলতা
১০।
অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ—
ক. CDR খ. CBR
গ. CRR ঘ. CRB
১১।
কোন সম্প্রদায়ের মধ্যে জন্মহার বেশি হয়?
ক. চাকরিজীবী
খ. আইনজীবী
গ. ডাক্তার
ঘ. কৃষক-শ্রমিক
১২।
ম্যালথাসের মতে, কোনো এলাকার
জনসংখ্যা দ্বিগুণ হয় কত বছরে?
ক. ৮০ বছর
খ. ১২ বছর
গ. ২৫ বছর
ঘ. ১৫ বছর
১৩।
শহর থেকে গ্রামে অভিগমন কোন দেশগুলোতে দেখা যায়?
ক. উন্নত
খ. অনুন্নত
গ. স্বল্পোন্নত
ঘ. উন্নয়নশীল
১৪।
২০১১ সালের আদমশুমারি অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭% খ. ১.৪৭%
গ. ২.১৭% ঘ. ১.২৫%
১৫।
কত বছর বয়সের জনসংখ্যাকে কর্মক্ষম জনসংখ্যা ধরা হয়?
ক. ১০-৪৫ খ. ১৮-৬৫
গ. ২০-৪০ ঘ. ২৪-৬০
১৬।
বাংলাদেশে জনসংখ্যার কত ভাগ গ্রামে বাস করে?
ক. ৫০ ভাগ
খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ
ঘ. ৯০ ভাগ
১৭।
মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৮। কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ?
ক. মাদাগাস্কার
খ. নিউজিল্যান্ড
গ. অস্ট্রেলিয়া
ঘ. পাপুয়া নিউগিনি
১৯।
বিক্ষিপ্ত গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ হলো—
i. ভূ-প্রকৃতি, মাটি ও পানি
ii. বনাঞ্চল ও পশুচারণ
iii. সামাজিক ও প্রতিরক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০।
পৃথিবীর অধিকাংশ ধান উত্পন্ন হয়—
ক. চীন ও ভারত
খ. ভারত ও বাংলাদেশ
গ. ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
ঘ. চীন ও জাপান
২১।
বাংলাদেশে কয়টি চিনির কল আছে?
ক. ১৬টি খ. ১৭টি
গ. ১৮টি ঘ. ২০টি
২২।
বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
২৩।
জৈব খনিজ হলো—
ক. লোহা ও সিসা
খ. কয়লা ও খনিজ তেল
গ. তামা ও চিনি
ঘ. নিকেল ও ম্যাঙ্গানিজ
২৪।
উত্তর গোলার্ধে অবস্থিত—
র. ভারত ও যুক্তরাষ্ট্র
রর. যুক্তরাষ্ট্র
ররর. দক্ষিণ কোরিয়া ও জাপান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৫। কোনটি মানব ভূগোলের শাখা নয়?
ক. জনবসতি ভূগোল
খ. জনসংখ্যা ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল
ঘ. প্রাকৃতিক ভূগোল
অনুচ্ছেদটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আনোয়ার সাহেব বাংলাদেশের ঢাকা জেলা থেকে দক্ষিণাঞ্চলে অবস্থিত বান্দরবান
জেলায় ভ্রমণ করেছিলেন। তিনি সেখানকার ভূপ্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী থেকে ঢাকার ভূপ্রকৃতি উদ্ভিজ্জ ও প্রাণীর
মধ্যে বৈচিত্র্যতা খুঁজে পান।
২৬।
আনোয়ার সাহেবের ভ্রমণকৃত এলাকা কোন ধরনের ভূপ্রকৃতির আওতাভুক্ত?
ক. টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি
খ. প্লাইস্টোসিন যুগের চত্বরসমূহ
গ. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
ঘ. টারশিয়ারি প্লাইস্টোসিন যুগের চত্বরসমূহ
২৭।
পাহাড়িয়া অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হলো—
i. ভূমিগুলো নদীবিধৌত সমভূমি
ii. পার্বত্য সমভূমি
iii. বন্ধুর প্রকৃতির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮।
ধান চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা অধিক উপযোগী?
ক. নদী উপত্যকার পলিমাটি
খ. চুন মিশ্রিত মাটি
গ. লাভা মৃত্তিকা
ঘ. পটাশ মিশ্রিত মাটি
২৯।
রবি ফসল হচ্ছে—
ক. আম, জাম, কাঁঠাল
খ. তিল, তিসি, সরিষা
গ. ধান, পাট, তুলা
ঘ. ধান, চাল, তুঁত
৩০।
বাংলাদেশের কোন জেলা থেকে সড়কপথে দেশের সর্বত্র যাওয়া যায়?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা ঘ. গাজীপুর
৩১।
মানচিত্র অভিক্ষেপের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩২।
অভিক্ষেপ প্রধানত কত প্রকার?
ক. দুই প্রকার
খ. চার প্রকার
গ. ছয় প্রকার
ঘ. আট প্রকার
৩৩।
অক্ষ ও দ্রাঘিমারেখাগুলো সরলরেখা দ্বারা প্রকাশ করা হয় কোন অভিক্ষেপে?
ক. বেলনাকার অভিক্ষেপে
খ. শঙ্কর অভিক্ষেপে
গ. শীর্ষদেশীয় অভিক্ষেপে
ঘ. প্রকৃত বেলন অভিক্ষেপে
৩৪।
ঊনবিংশ শতাব্দীতে পৃথিবীর শ্রেষ্ঠ নৌশক্তি ছিল—
ক. গ্রেট ব্রিটেনের
খ. আমেরিকার
গ. জার্মানির
ঘ. রাশিয়ার
৩৫।
কোন মহাদেশকে অভিক্ষেপে ভালোভাবে
দেখানো যায় না?
ক. এশিয়া খ. আফ্রিকা
গ. ইউরোপ ঘ. ওশেনিয়া
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ
৭. খ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. ক
১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. ক ২১. গ ২২. গ
২৩. খ ২৪. ঘ ২৫. ঘ ২৬. ক ২৭. গ ২৮.
ক ২৯. খ ৩০ ক ৩১. খ ৩২. খ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ক হ
No comments:
Post a Comment