Tuesday, March 22, 2016

H.S.C Preparation: Social Science 2nd Part.


এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   বাংলাদেশে গ্রামের তুলনায় নগরে

     i. শিক্ষা সম্পর্কে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সঞ্চিত হয়

     ii. বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করা যায়

     iii. উচ্চশিক্ষা ও ভালো চাকরি লাভের সুযোগ বেশি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii iii  ঘ. i, ii iii


২।   কৃষি অর্থনীতি কোন সভ্যতার জীবনীশক্তি ছিল?

     ক. সিন্ধু সভ্যতা     খ. হিব্রু সভ্যতা

     গ. পারস্য সভ্যতা    ঘ. সবগুলো

৩।   দ্রাবিড়দের নাকের বৈশিষ্ট্য কোনটি?

     ক. উন্নত     খ. চিকন

     গ. থ্যাবড়া   ঘ. মোটা

৪।   সিন্ধু সভ্যতার আলোকে পরিকল্পনাবিদরা একটি শহর গড়ে তুলল। এ নতুন শহরে রয়েছে

     i. প্রশস্ত রাস্তা

     ii. পয়োনিষ্কাশন ব্যবস্থা

     iii. বৃহৎ মিলনায়তন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii iii  ঘ. i, ii iii

৫।   গ্রামে যারা বেশি জমির মালিক তারা কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

     ক. প্রান্তিক জমির মালিক   

     খ. ধনী কৃষক

     গ. বর্গাচাষি 

     ঘ. ভূমিহীন কৃষক মজুর

৬।   মৌলিক গণতন্ত্রের কয়টি স্তর ছিল?

     ক. ২টি      খ. ৩টি

     গ. ৪টি      ঘ. ৫টি

৭।   শালবন বিহারের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?

     i. বিহারের গঠন বৈশিষ্ট্য চমত্কার

     ii. বিহারের গঠন আধুনিক

     iii. বিহারটি দেখতে খুব সুন্দর

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. ii iii

     গ. i iii   ঘ. i, ii iii

৮।   গ্রামের পরিবারগুলো ঐতিহ্যগতভাবে কিরূপ?

     ক. অণু পরিবার         

     খ. যৌথ পরিবার

     গ. পিতৃপ্রধান পরিবার 

     ঘ. মাতৃপ্রধান পরিবার

৯।   দেনমোহর পরিশোধ করেন কে?

     ক. বরের বাবা খ. বর নিজে

     গ. কন্যার বাবা     ঘ. বরের শ্বশুর

১০।  আত্মীয়স্বজন, জাতিগোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকটজনের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কী বলে?

     ক. পারিবারিক সম্পর্ক

     খ. বন্ধু সম্পর্ক

     গ. জ্ঞাতি সম্পর্ক        

     ঘ. আত্মীয় সম্পর্ক

১১।  পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?

     ক. ২৩ জুন ১৭৫৭   খ. ২৫ জুলাই ১৭৫৭

     গ. ১৫ আগস্ট ১৮৫৮ ঘ. ২৫ আগস্ট ১৮৫৭



১২।  'Changing society in India, Pakistan and Bangladesh' গ্রন্থের লেখক কে?

     ক. অধ্যাপক নাজমুল করিম

     খ. অধ্যাপক অজিতকুমার সেন

     গ. অধ্যাপক অনুপম সেন

১৩।  Ancient India : Civilization and culture গ্রন্থটির লেখক কে?

     ক. ড. রমেশচন্দ্র মজুমদার

     খ. প্রফেসর জি এইচ ল্যাংলি

     গ. ড. ফজলে হাসান চৌধুরী

     ঘ. ড. পেরি বেসাইনি

১৪।  'Principle of sociology' গ্রন্থের লেখক কে?

     ক. রস ও গিডিংস

     খ. ডেভিড জেনি ও জুলিয়া জেরি

     গ. ম্যাকাইভার ও পেজ

     ঘ. ডেভিড পপেনো

১৫।  সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থের লেখক কে?

     ক. রঙ্গলাল সেন

     খ. হাসানুজ্জামান চৌধুরী

     গ. এফ ইমাম আলী

     ঘ. এ কে নাজমুল করিম

১৬।  কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে স্বীকৃতি লাভ করে?

     ক. ১৯৬৮ সালে     খ. ১৯৬৯ সালে

     গ. ১৯৭০ সালে          ঘ. ১৯৭২ সালে

১৭।  লোকায়ত গ্রন্থটি কে রচনা করেছেন?

     ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ

     খ. হরপ্রসাদ শাস্ত্রী

     গ. ড. হাফিজ জায়েদী

     ঘ. ড. রঙ্গলাল সেন

১৮।  গুপ্ত যুগের রচনা কোনটি?

     ক. মঙ্গলসূত্র   খ. বেদ-সংহিতা

     গ. অর্থশাস্ত্র   ঘ. বেতাল পঞ্চবিংশতি

১৯।  বাংলাদেশের সমাজের চমত্কার বিবরণ রয়েছে

     i. আইন-ই-আকবরী গ্রন্থে

     ii. মঙ্গলসূত্র গ্রন্থে

     iii. সমাজবিদ্যা গ্রন্থে

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. i, iii

     গ. ii, iii     ঘ. i, ii iii

২০।  আল-বেরুনি রচিত গ্রন্থের নাম কী?

     ক. কিতাবুল হিন্দ

     খ. চাচানামা

     গ. আইন-ই-আকবরী

     ঘ. বাহারিস্তান-ই-গায়েবী



উত্তরগুলো মিলিয়ে নাও

১. গ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. গ  ৭. খ ১৮. ক ১৯. খ ২০. ক

No comments:

Post a Comment