Saturday, March 12, 2016

H.S.C Preparation

বহু নির্বাচনী প্রশ্ন
এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র
Online Classes

   নিচের কোন ভাইরাসে RNA, DNA-তে রূপান্তরিত হয়?

     . T2 . TMV

     . TIV     . HIV


   কোন উদ্ভিদ ভাইরাসে DNA থাকে?

     . ডালিয়া মোজাইক ভাইরাস

     . টোব্যাকো মোজাইক ভাইরাস

     . টিউলিপ মোজাইক ভাইরাস

     . টমেটো মোজাইক ভাইরাস

   ভাইরাসঘটিত রোগ কোনটি?

     . ম্যালেরিয়া

     . ডেঙ্গু

     . কলেরা  

     . টাইফয়েড

   ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রক্তশূন্যতার কারণ

     . ইরাইথ্রোব্লাস্ট ভেঙে যাওয়া

     . R.B.C ভেঙে যাওয়া

     . মনোসাইট ভেঙে যাওয়া

     . W.B.C ভেঙে যাওয়া

   ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত থাকে?

     i. মেসোসোম

     ii. প্লাজমিড

     iii. রাইবোসোম

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . i iii

     . ii iii  . i, ii iii



     উদ্দীপকটি পড়ো এবং নম্বর প্রশ্নের উত্তর দাও :

     রহিমের বমি বমি ভাবসহ খাবারে অরুচি এবং সমস্ত শরীরে ব্যথা, বিশেষ করে মেরুদণ্ডসহ কোমরে ব্যথা হচ্ছে তার শরীরে লালচে রঙের ্যাশ দেখা দিয়েছে

   রহিমের রোগটি শনাক্ত করার উপায়

     . হরমোন টেস্ট করে

     . R.B.C-এর মাত্রা দেখে

     . বিলরুবিনের মাত্রা দেখে

     . প্লাটিলেটের মাত্রা দেখে

   উদ্দীপকের রোগটি প্রতিকারের উপায়

     i. এসপিরিন ওষুধ দিতে হবে

     ii. তরল খাবার দিতে হবে

     iii. ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করা

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . i iii

     . ii iii  . i, ii iii

   ভাইরাসের নিউক্লিক এসিডবিহীন প্রোটিন আবরণকে কী বলে?

     . ভিরিয়ন 

     . ভিরয়েড

     . প্রিয়ন  

     . ক্যাপসিড

   পেঁপে রিংস্পট রোগের জন্য গাছের

     . পাতা বড় হয়  

     . ফলের আকার নষ্ট হয়

     . বীজ বিবর্ণ হয়

     . কাণ্ড অধিক শাখাযুক্ত হয়

১০  নিচের কোনটি প্লাজমোডিয়ামের হ্যাপ্লয়েড দশা

     . হিপনোস্পোর     . জাইগোট

     . উওকিনেট  . উওসিস্ট

১১  ধানের ধসা রোগের লক্ষণ

     i. পাতার কিনারার দিকে পানি ভেজা দাগ

     ii. ক্রমে দাগ হলদে থেকে সাদা হয়

     iii. আক্রান্ত অংশ অনেকটা ঢেউ খেলানো দেখায়

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . i iii

     . ii iii  . i, ii iii

১২  ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্রে কোথায় মায়োসিস ঘটে?

     . মানুষের যকৃতে  

     . মানুষের R.B.C-তে

     . মশকির ক্রুপের প্রাচীরে  

     . মশকির লালাগ্রন্থিতে

১৩  ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগনি শেষে সৃষ্ট বড় কোষকে বলা হয়

     . মাইক্রোমেরোজয়েট

     . ম্যাক্রোমেরোজয়েট

     . মাইক্রোগ্যামিটোসাইট

     . ম্যাক্রোগ্যামিটোসাইট

১৪  কোনটি দ্বিসূত্রক জঘঅ ভাইরাস?

     . TMV  

     . T2 ফাজ

     . রিও ভাইরাস   

     . ভ্যাকসিনিয়া

১৫  ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত

     i. মিউকো পেপটাইড

     ii. পলিস্যাকারাইড

     iii. মুরামিক এসিড

     নিচের কোনটি সঠিক?

     . i ii 

     . i iii

     . ii iii

     . i, ii iii

১৬  কোনটি লবণ পরিশোষণ প্রক্রিয়া নয়?

     . ব্যাপক প্রবাহ

     . লুনডেগড় মতবাদ

     . CO2 মতবাদ

     . ব্যাপন প্রক্রিয়া

১৭  নিচের কোন আয়নটি উদ্ভিদ সর্বাপেক্ষা দ্রুতগতিতে শোষণ করে

     . Na+     . Ca++

     . So4- -   . K+

১৮  ক্যালভিন ব্যশম চক্রের বৈশিষ্ট্য

     . প্রথম স্থায়ী পদার্থ অক্সালোঅ্যাসিটিক এসিড

     . দুই ধরনের ক্লোরোপ্লাস্ট প্রয়োজন

     . পাইরুভিক এসিড ঈঙ২-এর প্রথম গ্রাহক

     . ফটোরেসপিরেশন ঘটে

১৯  পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সম্পর্কিত স্টেওয়ার্ডের মতে কোনটি অদ্রবণীয়

     . শ্বেতসার   ii. গ্লুকোজ

     iii. গ্লুকোজ- ফসফেট

     নিচের কোনটি সঠিক?

     . i  . ii

     . i iii   . ii iii

২০  প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী

     i. বায়ুর আর্দ্রতার বৃদ্ধি

     ii. তাপমাত্রার বৃদ্ধি

     iii. পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি

     নিচের কোনটি সঠিক?

     . i ii

     . ii iii

     . i ii

     . i, ii iii

     নিচের উদ্দীপকটি পড়ো এবং ২০ ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     সকালবেলা রেখে দেওয়া এক গ্লাস খেজুরের রস বিকেলে খেতে গিয়ে ফাতেমা দেখল গ্লাসের রস নষ্ট হয়ে গেছে

২১  গ্লাসের রস কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?

     . সবাত শ্বসন . অবাত শ্বসন

     . অ্যানায়ন শ্বসন    . ফার্মেন্টেশন

২২  প্রক্রিয়াটিকে কাজে লাগানো যায়

     i. চা প্রক্রিয়াজাতকরণে

     ii. মাংস শিল্পে

     iii. রিবোফ্লাভিন তৈরিতে

     নিচের কোনটি সঠিক?

     . i ii    . i iii

     . ii iii   . i, ii iii

২৩  ক্যালভিন চক্রের প্রথম সৃষ্ট পদার্থ?

     . 3 PGA

     . রাইবুলোজ

     . কিটো এসিড

     . অক্সালোঅ্যাসিটিক এসিড

২৪  নিচের কোনটি রেণুধর উদ্ভিদ?

     . Spirogyra    

     . Semibarbula

     . Marchantia   

     . Marsilea

২৫ ফার্ন উদ্ভিদে বিয়োজন বিভাজন সম্পন্ন হয়

     . স্পোরোজেনাস টিস্যুতে

     . স্পোরোফিলে

     . স্পোরাঞ্জিয়ামে

     . সোরাসে

২৬ উদ্ভিদ জগতের সবচেয়ে বড় শুক্রাণু পাওয়া যায় কোনটিতে?

     . Semibarbula  

     . Cycas

     . Pinus  

     . Pteris

২৭ ছত্রাক শৈবালের মধ্যে সাদৃশ্য

     i. থ্যালয়েড দেহ

     ii. লাইকেন গঠন করে

     iii. সঞ্চিত খাদ্য কার্বোহাইড্রেট

     নিচের কোনটি সঠিক?

     . i ii 

     . i iii   

     . ii iii      

     . i, ii iii

২৮ ঝবসরনধত্নঁষধ-এর শুক্রাণু

     . ফ্ল্যাজেলাবিহীন

     . এক ফ্ল্যাজেলাবিশিষ্ট

     . দুই ফ্ল্যাজেলাবিশিষ্ট

     . বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট

২৯ সরিষা ফুলের পাপড়িতে কী থাকে?

     . অ্যান্থোসায়ানিন  

     . বিটাসায়ানিন

     . বিটাজ্যান্থিন

     . সায়ানোজ্যান্থিন

৩০ কোনটি সোলানেসি গোত্রের বৈশিষ্ট্য

     . পরাগধানী সর্বমুখ

     . মূলে নডিউল বিদ্যমান

     . মুক্তপার্শ্বীয় উপপত্র

     . বৃতি ফল পর্যন্ত স্থায়ী

৩১ ব্রায়োফাইটের রেণুধর জনুর প্রথম কোষ

     . স্পোর  

     . শুক্রাণু

     . ডিম্বাণু       

     . জাইগোট

৩২ প্রোথ্যালাস রিভারওয়ার্টের সাধারণ বৈশিষ্ট্য

     i. বিষমপৃষ্ঠ থ্যালয়েড দেহ

     ii. রাইজয়েড বিদ্যমান

     iii. পরিবহন কলা বিদ্যমান

     নিচের কোনটি সঠিক?

     . i ii 

     . i iii   

     . ii iii      

. i, ii iii

৩৩ নিচের কোনটিতে হর্সটেইলের মতো কাণ্ড পাওয়া যায়?

     . Equisetum

     . Selaginella

     . Pteris       

     . Marsilea



উত্তরগুলো মিলিয়ে নাও


. . . . .   . . . . ১০. ১১. ১২. ১৩. ১৪.   ১৫. ১৬. ১৭. ১৮. ১৯. ২০.   ২১. ২২. ২৩. ২৪. ২৫. ২৬. ২৭. ২৮. ২৯. ৩০. ৩১.   ৩২. ৩৩.

No comments:

Post a Comment