Sunday, March 13, 2016

J.S.C Preparation: Objective



বহু নির্বাচনী প্রশ্ন
অষ্টম শ্রেণি : বিজ্ঞান

Online Classes


উচ্চতর দক্ষতা :



   আমিষ কী দিয়ে গঠিত হয়?

     . কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন সমন্বয়ে

     . কার্বন, অক্সিজেন নাইট্রোজেন সমন্বয়ে

     . কার্বন, হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে

     . কার্বন, পটাশিয়াম ফসফরাস সমন্বয়ে

   পর্যন্ত প্রকৃতিজাত দ্রব্যে কত প্রকার অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে?

     . ১৩ প্রকার . ১৮ প্রকার

     . ২০ প্রকার . ২২ প্রকার




বহুপদী সমাপ্তিসূচক :

   পুষ্টি উপাদান

     i. মানুষকে কর্মবিমুখ করে

     ii. মেধা বুদ্ধি বাড়ায়

     iii. দেহের শক্তি যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে

     নিচের কোনটি সঠিক?

     . i ii   . i iii

     . ii iii  . i, ii iii

   ভিটামিনের অভাবজনিত রোগ হলো

     i. স্কার্ভি

     ii. বেরিবেরি

     iii. মেরাসমাস

     নিচের কোনটি সঠিক?

     . i ii        . ii

     . ii iii  . i, ii iii

   প্রাণীদেহের জন্য পানি গুরুত্বপূর্ণ, কারণ

     i. দেহকোষের গুণাবলি নিয়ন্ত্রণ করে

     ii. রক্ত সঞ্চালন তাপ নিয়ন্ত্রণ করে

     iii. পানি দেহ থেকে দূষিত পদার্থ অপসারণ করে

     নিচের কোনটি সঠিক?

     . i ii        . i iii

     . ii iii  . i, ii iii

   ভিটামিনপাওয়া যায়

     i. ভোজ্য তেলে

     ii. যকৃতে

     iii. ডিমে

     নিচের কোনটি সঠিক?

     . i  . ii

     . i ii    . i iii

   খনিজ লবণের কাজ হলো

     i. বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে

     ii. পেশি সংকোচনে সহায়তা করে

     iii. দেহের গঠন উপাদানে অংশ নেয়

     নিচের কোনটি সঠিক?

     . i iii   . i ii

     . ii iii  . i iii

   টকজাতীয় ফলের কাজ

     i. স্কার্ভি রোগ প্রতিরোধ করা

     ii. রিকেটস রোগ প্রতিরোধ করা

     iii. চর্মরোগ প্রতিরোধ করা

     নিচের কোনটি সঠিক?

     . i ii      

     . iii

     . ii iii

     . i iii

   সুষম খাদ্য দেহের

     i. ক্যালরি চাহিদা পূরণ করে

     ii. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

     iii. কোষের বৃদ্ধি বজায় রাখে

     নিচের কোনটি সঠিক?

     . ii . iii

     . ii iii  . i, ii iii



     অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন :

     সুমি টক খেতে পছন্দ করে না এমনকি সে সবুজ শাকসবজি এবং টমেটোও খায় না ইদানীং দেখা যাচ্ছেতার দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে

     উক্ত তথ্যের আলোকে ১০ ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

১০  সুমির কী রোগ হয়েছে?

     . স্কার্ভি   

     . রিকেটস

     . মেরাসমাস

     . কোয়াশিয়রকর

১১  উদ্দীপকে উল্লিখিত খাদ্যের অভাবে বয়স্কদের

     i. হাড় নরম হয়ে যায়

     ii. ত্বক চুলকায় এবং ঘা হয়

     iii. বুকের হাড় পাঁজরে ব্যথা হয়

     নিচের কোনটি সঠিক?

     . i ii      

     . i iii

     . ii iii

     . i, ii iii



উত্তরগুলো মিলিয়ে নাও

. . . . ক  ৫. .   . . .   ১০. ১১.

No comments:

Post a Comment