দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ
Online Classes
বহু নির্বাচনী প্রশ্ন
১।
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য অধীনস্থদের দিয়ে কাজ করানোকে কী বলা হয়?
ক. সংগঠন খ. পরিকল্পনা
গ. ব্যবস্থাপনা ঘ. উত্পাদন
২।
ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি কোন বীমার অন্তর্গত?
ক. অগ্নি খ. জীবন
গ. দুর্ঘটনা ঘ. নৌ
৩।
বাণিজ্যিক ব্যাংক যে উপায়ে গ্রাহকদের ঋণ প্রদান করে—
i. জমাতিরিক্ত ঋণ
ii. বিল বাট্টাকরণের
মাধ্যমে
iii. নগদ টাকায় প্রদত্ত ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪।
মি. পারভেজ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি
প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য স্থানীয় একটি গার্মেন্ট কারখানা দেখিয়ে নিয়ে এলেন।
মি. পারভেজের কাজটি কী?
ক. পর্যবেক্ষণ
খ. শিক্ষা সফর
গ. ভ্রমণ
ঘ. পরিদর্শন
৫।
ব্যবসায়ের অগ্রগতি ও টিকে থাকার জন্য কোনটি একান্তভাবে অপরিহার্য?
ক. সম আয়-ব্যয় বিশ্লেষণ
খ. মুনাফা অর্জন
গ. ব্যবসায় পরিকল্পনা
ঘ. সঠিক প্রকল্প নির্বাচন
৬।
একজন শ্রমিক একটি পঞ্জিকা বত্সরে পূর্ণ মজুরিতে কত দিনের নৈমিত্তিক ছুটি
পাওয়ার অধিকারী?
ক. ৯ দিনের
খ. ১০ দিনের
গ. ১১ দিনের
ঘ. ১৪ দিনের
৭।
উন্নত ও স্বল্পোন্নত এলাকায় গবাদি পশুর খামার স্থাপন করলে কর অবকাশে
পার্থক্য কিরূপ?
ক. ১ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
ঘ. পার্থক্য হবে না
৮।
লেনদেনের আইনানুগ গ্রহণযোগ্য দলিল কোনটি?
ক. খতিয়ান
খ. রেওয়ামিল
গ. ভাউচার
ঘ. হিসাবরক্ষণ
৯।
মজুরি ও বেতনভিত্তিক চাকরির প্রতি মানুষ আগ্রহী কেন?
i. চাকরি নিরাপদ
ii. নিয়মিত আয়
iii. ছুটি পাওয়া যায় বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০।
প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে কিসের মাধ্যমে একটি প্রকল্প চূড়ান্তভাবে
নির্বাচন করা হয়?
ক. বাজার জরিপ করে
খ. মাইক্রোস্ক্রিনিংয়ের মাধ্যমে
গ. সম্ভাব্যতা যাচাই করে
ঘ. ম্যাক্রোস্ক্রিনিংয়ের মাধ্যমে
১১।
প্রতিবেদনের কোন অংশে উপাত্তের সারণি ও চিত্র উপস্থাপন করা হয়?
ক. গ্রন্থ বিবরণী খ. ভূমিকা
গ. উপসংহার ঘ. নির্ঘণ্ট
১২।
জনাব সাগর মিয়া একজন খুচরা ব্যবসায়ী। তিনি তাঁর দোকানে বিভিন্ন পণ্যের
মূল্য ও গুণাগুণ সংবলিত পোস্টার ঝুলিয়ে রাখেন। এ কাজটি জনাব সাগর মিয়ার কোন
পরিকল্পনার অন্তর্গত?
ক. উত্পাদন
খ. বিপণন
গ. অর্থায়ন
ঘ. সংগঠন ও ব্যবস্থাপনা
১৩।
প্রতিবেদনের কোন অংশে প্রতিষ্ঠানের বিবরণ উল্লেখ থাকে?
ক. তথ্য বিশ্লেষণ
খ. পরিদর্শন পদ্ধতি
গ. সুপারিশমালা
ঘ. ভূমিকা
১৪।
পারস্পরিক কল্যাণ সাধন কোন ব্যবসায় সংগঠনের বৈশিষ্ট্য?
ক. অংশীদারি
খ. সমবায় সমিতি
গ. রাষ্ট্রীয়
ঘ. যৌথ মূলধনী
১৫।
জনাব রিয়ান চৌধুরী চীন থেকে ইলেকট্রনিকস পণ্যের খুচরা যন্ত্রাংশ আমদানি
করতে চান। এ ক্ষেত্রে তিনি কোন সংস্থার নিকট থেকে অনুমতি সংগ্রহ করবেন?
ক. বিএসটিআই
খ. বিসিএসআইআর
গ. সিআইই
ঘ. বিটাক
১৬।
বাণিজ্যিক ব্যাংক কিভাবে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে?
ক. লাইসেন্স প্রদান করে
খ. মূলধন সরবরাহ করে
গ. বীমা প্রিমিয়ার প্রদান করে
ঘ. আয়করের হিসাব দাখিল করে
১৭।
নিচের কোনটি চলতি পুঁজির উত্স?
ক. শিল্প ব্যাংক
খ. লিজিং কম্পানি
গ. সঞ্চিতি তহবিল
ঘ. ব্যবসায়িক ঋণ
১৮।
কে ধারণাকে কাজে পরিণত করেন?
ক. একজন বিক্রেতা
খ. একজন উদ্ভাবনকারী
গ. একজন আবিষ্কারক
ঘ. একজন ব্যবসায়ী
১৯।
কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়—
i. বিবরণপত্র ii.
নিবন্ধনপত্র
iii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ফল বিক্রেতা মি. মামুন তাঁর দোকানের ফলগুলোকে এমনভাবে সাজান, যাতে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়।
২০।
উদ্দীপকে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য মি. মামুন কোন কৌশল ব্যবহার করেন?
ক. প্রমিতকরণ খ. বিজ্ঞাপন
গ. পর্যায়িতকরণ ঘ. দোকান
সজ্জাকরণ
২১।
দ্রব্য বিনিময় ব্যবসায় ক্রমবিকাশের কোন যুগের অন্তর্গত?
ক. আধুনিক খ. প্রাচীন
গ. মধ্য ঘ. প্রাগৈতিহাসিক
২২।
মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত?
ক. নিষ্কাশন খ. উত্পাদন
গ. প্রজনন ঘ. সেবা
২৩।
বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে?
i. স্বত্বগত ii. রূপগত iii. সময়গত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪।
পুঁজিবাদী সমাজের মাধ্যমে সৃষ্ট বৈষম্য কিসের মাধ্যমে দূর হয়?
ক. রাষ্ট্রীয় ব্যবসায় খ.
সমবায় সমিতি
গ. অংশীদারি ব্যবসায় ঘ. যৌথ মূলধনী ব্যবসায়
২৫।
ব্যবস্থাপনার কোন কাজকে নেতৃত্বের সাথে তুলনা করা যায়?
ক. প্রেষণা খ. সমন্বয় সাধন
গ. নির্দেশনা ঘ. কর্মী সংস্থান
২৬।
ফ্র্যাঞ্চাইজিয়ের মাধ্যমে ব্যবসায় শুরু করার সুবিধাসমূহ হলো—
i. বাজারজাতকরণ সুবিধা
ii. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা
iii. বেশি পরিমাণ বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭।
কোন ধরনের নেতৃত্বে কর্মীদের কাছে নেতার জবাবদিহি করতে হয়?
ক. গণতান্ত্রিক খ. আমলাতান্ত্রিক
গ. স্বৈরতান্ত্রিক ঘ. মুক্ত
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ক
১০. খ ১১. ঘ ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯.
খ ২০. গ ২১. খ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. ক
২৭. ক
No comments:
Post a Comment