Monday, March 14, 2016

Class Six: Short Question



সংক্ষিপ্ত প্রশ্ন
ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ বিশ্বপরিচয়

Online Classes


শিশুর অধিকার

   মানবাধিকার কী?

     উত্তর : মানুষ জন্ম থেকে কিছু সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে এগুলোই মানবাধিকার

   প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কতটি অধিকার দাবি করতে পারে?


     উত্তর : প্রত্যেক নাগরিক রাষ্ট্রের কাছ থেকে পাঁচটি অধিকার দাবি করতে পারে

   শিশু কারা?

     উত্তর : ১৮ বছরের নিচে সবাই শিশু

   জাতিসংঘের শিশু অধিকার সনদে কতটি ধারা আছে?

     উত্তর : জাতিসংঘের শিশু অধিকার সনদে ৫৪টি ধারা আছে

   জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়?

     উত্তর : ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ গৃহীত হয়

   শিশুর জীবন অনেক ব্যাপারে কাদের ওপর নির্ভরশীল?

     উত্তর : শিশুর জীবন অনেক ব্যাপারে বড়দের ওপর নির্ভরশীল

   শিশুর বেঁচে থাকা বড় হওয়ার অধিকার রক্ষা কার দায়িত্ব?

     উত্তর : শিশুর বেঁচে থাকা বড় হওয়ার অধিকার রক্ষা রাষ্ট্রের দায়িত্ব

সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ

   সার্কের সদর দপ্তর কোথায়?

     উত্তর : সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে

   আসিয়ান (ASEAN)-এর পূর্ণরূপ কী?

     উত্তর : আসিয়ান (ASEAN)-এর পূর্ণরূপ অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস

   ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

     উত্তর : ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে

   ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম কী?

     উত্তর : ইউরোপিয়ান ইউনিয়নের নিজস্ব মুদ্রার নাম ইউরো

   ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে কোন সহযোগিতা সংস্থা?

     উত্তর : ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে নিয়ে গড়ে উঠেছে কমনওয়েলথ

   সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যইংরেজিতে কী বলে?

     উত্তর : ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য’-এর ইংরেজি হলো

     Millenium Development Goals (MDG)

   কত সালে জাতিসংঘের উদ্যোগেসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যঘোষিত হয়?

     উত্তর : ২০০০ সালে জাতিসংঘের উদ্যোগেসহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যঘোষিত হয়

   যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এই গ্রহকে কী বলা হচ্ছে?

     উত্তর : যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য এই গ্রহকে অর্থাৎ পৃথিবীকে বলা হচ্ছেবৈশ্বিক গ্রাম’, ইংরেজিতেগ্লোবাল ভিলেজ

   ইংরেজিতে মুক্তবাজার অর্থনীতিকে কী বলে?

     উত্তর : মুক্তবাজার অর্থনীতিকে ইংরেজিতে Open Market Economy বলে

১০ আফ্রিকান দেশগুলো মিলে কোন সহযোগিতা সংস্থা গড়ে তুলেছে?

     উত্তর : আফ্রিকান দেশগুলো মিলে গড়ে তুলেছে OAU বা অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি

No comments:

Post a Comment