ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Online Classes
বহু
নির্বাচনী প্রশ্ন
১। মানুষের জীবনযাপনের মধ্য দিয়ে প্রকাশ ঘটে—
ক. সভ্যতার খ. সংস্কৃতির
গ. শিল্পকলার ঘ. মূল্যবোধের
২। পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. ধর্মপাল খ. মহীপাল
গ. গোপাল ঘ. দেবপাল
৩। গোপালের সময় থেকে টানা কত বছর পালরা বাংলায় রাজত্ব করেছিল?
ক. ২০০ বছর খ. ৩০০ বছর
গ. ৪০০ বছর ঘ. ৫০০ বছর
৪। পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন?
ক. মুসলমান খ. হিন্দু
গ. বৌদ্ধ ঘ. খ্রিস্টান
৫। পাল যুগের সমাজ কেমন ছিল তা জানা যায়—
ক. সে সময়ে তৈরি পোড়ামাটির ফলকচিত্রগুলো দেখে
খ. সে সময়ের সাহিত্য থেকে
গ. বিদেশি পর্যটকদের লেখা বিবরণী থেকে
ওপরের কোনটি সঠিক?
i. ক ও খ ii. খ ও গ
iii. ক ও গ iv. ক, খ ও গ
৬। প্রাচীন এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের নাম কী?
ক. সুনন্দা খ. শান্তিনিকেতন
গ. বিশ্বভারতী ঘ. নালন্দা
৭। দিব্য ছিলেন—
ক. কৈবর্তদের নেতা
খ. সেন রাজা
গ. বরেন্দ্রের রাজা
নিচের কোনটি সঠিক?
i. ক ও খ ii. খ ও গ
iii. ক ও গ iv. ক, খ ও গ
৮। পাল রাজাদের শাসনের অবসান হলে বাংলা কোন রাজাদের অধিকারে চলে আসে?
ক. সেন খ. সামন্ত
গ. আর্য ঘ. মৌর্য
৯। কোন সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আক্রমণে সেন রাজত্বের অবসান ঘটে?
ক. ১২০০ সালে খ. ১২০১ সালে
গ. ১২০৩ সালে ঘ. ২১০৩ সালে
১০। সেন রাজারা ছিলেন—
ক. বৌদ্ধ খ. খ্রিস্টান
গ. মুসলমান ঘ. হিন্দু ব্রাহ্মণ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. ক৯. গ ১০. ঘ
No comments:
Post a Comment