Monday, March 28, 2016

H.S.C Final Suggestion : English 1st Paper, 2nd Paper

H.S.C পরিক্ষার চূড়ান্ত সাজেশন্স English 1st Paper, 2nd Paper
Online Classes


Final suggestion

  Sub: English 1st Paper

Passage:-

Unit 1, Lesson 5                                the Present age

Unit 3 Lesson 1 [b]           Communicative competence

Unit 3 Lesson 2                  Statistics show that…

Unit 3 Lesson 3                  Two friends Raghib and Adeeb

Unit 4 Lesson 5[a]            the village somal

Unit 5 Lesson 6                  Jerry

Sunday, March 27, 2016

Class Ten: Short Question

নবম দশম শ্রেণি : পৌরনীতি নাগরিকতাOnline Classes

পাঠ প্রস্তুতি

সংবিধান

. কত সালে ম্যাগনাকার্টা প্রণয়ন করা হয়

. স্থানীয় সরকার কী?

. চিত্রে ‘?’ চিহ্নিত স্থান দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো                                     

. চিত্রে ‘?’ চিহ্নিত সংগঠনটি কি রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল? বিশ্লেষণ করো 

H.S.C Model Test: Social Science 1st Part

এইচএসসি মডেল টেস্ট : সমাজবিজ্ঞান প্রথম পত্রOnline Classes

বহু নির্বাচনী প্রশ্ন

   ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জালবিশেষ, যা সতত পরিবর্তনশীলউক্তিটি কার?

     . শেফারের             . অগাস্ট কোঁতের

     . মার্কসের             . ম্যাকাইভারের

Tuesday, March 22, 2016

Class Ten: Bangla 2nd Part, Objective,


দশম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   বাক্যের অপরিহার্য পদ কোনটি?

     ক. নামপদ 

     খ. ক্রিয়াপদ

     গ. কর্মপদ 

     ঘ. কর্তৃপদ

Class Five: Math.


পঞ্চম শ্রেণি : গণিত


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   ২১, ৪৫, ৬০ সংখ্যাগুলোর গড় কত?

     ক. ২১ খ. ৪২

     গ. ৪৫ ঘ. ৬০

     উত্তর : ৪২

H.S.C Preparation: Social Science 2nd Part.


এইচএসসি প্রস্তুতি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   বাংলাদেশে গ্রামের তুলনায় নগরে

     i. শিক্ষা সম্পর্কে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা সঞ্চিত হয়

     ii. বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করা যায়

     iii. উচ্চশিক্ষা ও ভালো চাকরি লাভের সুযোগ বেশি

     নিচের কোনটি সঠিক?

     ক. i ii   খ. i iii

     গ. ii iii  ঘ. i, ii iii

Class Ten: Objective.


দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   ATM-এর সম্প্রসারিত রূপ

     ক. Automatic Teller Machine

     খ. Augmented Teller Machine

     গ. Automated Teller Machine

     ঘ. Automatic Telephone Machine

Class Five: P.S.C


পঞ্চম শ্রেণি : বিজ্ঞান


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

১।   তথ্যপ্রযুক্তিতে তথ্যকে কী বলা হয়?

     ক. উৎপাদন

     খ. ওয়েব পেজ

     গ. প্রক্রিয়াকরণ

     ঘ. কাঁচামাল সম্পদ

     উত্তর : কাঁচামাল সম্পদ

Class Eight: Objective


অষ্টম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়



Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন

১।   মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত নয়

     ক. মারমা   খ. সাঁওতাল

     গ. মাহালি    ঘ. রাখাইন

H.S.C Priparation: Biology 1st Part, Suggestion.



এইচএসসি প্রস্তুতি : জীববিজ্ঞান প্রথম পত্র

Online Classes

গুরুত্বপূর্ণ প্রশ্ন

কোষ ও এর গঠন

জ্ঞানমূলক :

কোষবিদ্যা/সাইটোলজি, কোষ মতবাদ, সাইক্লোসিস, প্লাজমোডেসমাটা, একক পর্দা/ইউনিট মেমব্রেন, সাইটোসল, রাইবোসোম, অটোলাইসিস, সেন্ট্রেস্ফিয়ার, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, নিউক্লিওলাস, হেটারোক্রোমাটিন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, নিউক্লিওসাইড, জিন, কোডন, ইনট্রন, সার্বিকৃত কোষ, অক্সিসোম, লাইপোপ্রোটিন, গ্রাইকোক্যালিক্স, গ্রানাম, কোষঝিল্লি, কোষপ্রাচীর।

Monday, March 21, 2016

J.S.C Preparation: Math,


জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা


OnlineClasses


গণিত

সৃজনশীল প্রশ্ন

a2 – 5a + 1 = 0 এবং a > 1

) a +     এর মান কত ?                                                                                                                                                                                       

H.S.C Preparation: English 2nd Part.


এইচএসসি পরীক্ষার ইংরেজি


OnlineClasses


ইংরেজি দ্বিতীয়পত্র

Paragraph writing (প্যারাগ্রাফ লিখন)
Position of topic sentence in a paragraph? টপিক সেনটেন্স একটি প্যারাগ্রাফের কোথায় বসে?

Your first sentence of the paragraph is the topic sentence. তোমার প্যারাগ্রাফের প্রথম বাক্যটিই টপিক সেনটেন্স . Remember even the  last sentence  or  any sentence in the paragraph can be the sentence ,but you often write it in the beginning .  মনে রেখো  প্যারাগ্রাফের শেষের বাক্য কিংবা যেকোনো বাক্যই টপিক সেনটেন্স হতে পারে  কিন্তু তোমরা  সর্বদা প্রথমেই লেখবে

Class Five: P.S.C Preparation


প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা



Online Classes

সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়েরজীবনের জন্য পানিবিষয়েসঠিক উত্তর লেখ বা টিক চিহ্ন দাও’ (যোগ্যতাভিত্তিকসহ) আলোচনা করা হলো

সঠিক উত্তর লেখ:

. পানি প্রাপ্তির উত্স কয়টি ?

. ২টি . ৩টি . ৪টি . ৫টি

Class Six: Objective.


ষষ্ঠ শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন



১।   পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল কত সালে?

     ক. ১৯৪৫ সালে   

     খ. ১৯৪৭ সালে

     গ. ১৯৪৮ সালে   

     ঘ. ১৯৭১ সালে

H.S.C Model Test


এইচএসসি মডেল টেস্ট : সমাজবিজ্ঞান প্রথম পত্র


Online Classes


সৃজনশীল প্রশ্ন

মান : ৬০

[৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০]



১।   একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগের আগে সম্ভব হয়নি। যদিও সমাজ-সম্পর্কিত চিন্তার ইতিহাস অতি প্রাচীন ও দীর্ঘদিনের। সমাজবিজ্ঞান পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র হিসেবে গড়ে ওঠার পেছনে অনেক চিন্তাবিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান আছে। তাঁদের মধ্যে একজন ১৭৯৮ সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন।

Class Ten: Objective.



দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন

মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং

১।   কখন কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?

     ক. অষ্টাদশ শতাব্দীতে খ. ঊনবিংশ শতাব্দীতে

     গ. বিংশ শতাব্দীতে   ঘ. একবিংশ শতাব্দীতে

Class Five: Bangla.


পঞ্চম শ্রেণি : বাংলা



Online Classes

পাঠ প্রস্তুতি

ফেব্রুয়ারির গান



১। কবিতাটির মূলভাব লেখো।

উত্তর : লুত্ফর রহমান রিটন রচিত ফেব্রুয়ারির গানকবিতায় বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে আন্দোলন শুরু করে। তখন ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সেই গুলিতে শহীদ হন সালাম, বরকত, শফিক, জব্বার ও নাম না জানা আরো অনেকে। আর বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার মর্যাদা ও স্বীকৃতি।

Class Eight: Short Question.


অষ্টম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি



Online Classes

পাঠ প্রস্তুতি

সংক্ষিপ্ত প্রশ্ন :

১। নেটওয়ার্ক টপোলজি কী? সংক্ষেপে কয়েক ধরনের টপোলজির সম্পর্কে লেখো।

উত্তর : কম্পিউটার নেটওয়ার্কে অনেক কম্পিউটারকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। একটি কম্পিউটারের সঙ্গে আরেকটি কম্পিউটার জুড়ে দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। আর এ পদ্ধতিগুলোকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি।

H.S.C Model Test: Creative Question.


এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র



Online Classes

সৃজনশীল প্রশ্নসৃজনশীল প্রশ্ন

মান : ৬০

[যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)]

১। জনাব অর্ণব চৌধুরী ঢাকার গাবতলী এলাকায় থাকা-খাওয়ার সুবিধাসহ আপন নিবাসনামের একটি আবাসিক হোটেল পরিচালনা করেন। তিনি নিজেই হোটেলটির ব্যবস্থাপনা করেন। ইতিমধ্যেই এ হোটেলটির সুনাম বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে তিনি ব্যবসায় সম্প্রসারণ করার উদ্দেশে ঢাকার মহাখালীতে শুধু আবাসিক সুবিধাসহ প্রশান্তিনামের আরেকটি হোটেল ভাড়া নেন। গাবতলী থেকে মহাখালী একটু দূরে হওয়ায় তিনি প্রশান্তিহোটেলের জন্য একজন ব্যবস্থাপক নিয়োগ করেন। ব্যবস্থাপক ও কর্মচারীদের যথাযথ নির্দেশনা দিলেও তাদের আচরণগত ত্রুটির কারণে গ্রাকরা অসন্তুষ্ট হন। ফলে বছর শেষে তিনি ক্ষতির সম্মুখীন হন।

Sunday, March 20, 2016

Class Ten: Objective.


দশম শ্রেণি : হিসাববিজ্ঞান


Online Classes


বহু নির্বাচনী প্রশ্ন

   ব্যবসায়ের ক্ষেত্রে কোন বিষয়টিকে শুধুমাত্র  ঘটনাধরা হয়?

     . পণ্য বিক্রয়

     . পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান

     . ধারে ক্রয়

     . পণ্য ফেরত আসল

Class Seven: Objective.


সপ্তম শ্রেণি : বিজ্ঞান



Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন

   বিজ্ঞানের ভাষায়

     i. ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাওয়া কাজ

     ii. পড়াশোনা করা কাজ

     iii. ক্রিকেট খেলা কাজ

     নিচের কোনটি সঠিক?

Class Ten: Objective.



দশম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ

Online Classes

বহু নির্বাচনী প্রশ্ন

   প্রতিবেদনের কোন অংশে উপাত্তের সারণি চিত্র উপস্থাপন করা হয়?

     . গ্রন্থ বিবরণী . ভূমিকা

     . উপসংহার  . নির্ঘণ্ট